ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (ISPL) ফাইনালে হাজির হয়েছিলেন🅠 অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সচဣিন তেন্ডুলকর-সহ একাধিক তারকা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেলিব্রিটিদের অনেক ভিডিও। থানেয় আয়োজিত আইএসপিএলের দ্বিতীয় মরশুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল মাঝি মুম্বই ও শ্রীনগর কে বীর।
আইএসপিএল-এ অমিতাভ, সচিন
মাঝি মুম্বই দলের সমর্থক হয়ে ফাইনালের দিন খেলা দেখতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়া🍨য় উঠে আসা একটি ভিডিয়ো ক্লিপে স্টেডিয়ামে ভিআইপি স্ট্যান্ডে সচিন তেন্ডুলকরের সঙ্গে সোফায় বসে থাকতে দেখা গিয়েছে বিগ বি-কে। দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। এদিন অমিতাভ একটা সাদা হুডি ও কালো ট্রাউজার পরে হাজির হয়েছিলেন। যে হুডির উপরে মাঝি মুম্বইয়ের লোগো বসানো ছিল। অন্যদিকে প্রিন্টেড শার্ট-প্যান্টে দেখা গেল সচিনকে।
অক্ষয়-নীতারা
এদিন মেয়ে নীতারাকে নিয়ে খেলা দেখতে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। প্রসঙ্গত, শ্রীনগর কে বীর- ক্রিকেট দলের ম♏ালিক হলেন অক্ষয়। অনুষ্ঠানের জন্য তিনি একটা কালো ডোরাকাটা শার্ট ও প্যান্ট পরেছিলেন। অক্ষয়ের মেয়ে নীতারা ভাটিয়াকেও বাবার পাশে বসে থাকতে দেখা꧒ যায়। ছোট্টিট সাদা টপ এবং ডেনিমে দেখা যায়। সঙ্গে ছিলেন আক্কির বন্ধুরাও।
অমিতাভকে পা ছুঁয়ে প্রণাম অক্ষয়ের
এদিন সোশ্যালে উঠে আসা ভিডি ক্লিপে অমিতাভকে মাঠে তাঁর অনুরাগীদের শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছে। এক অনুরাগীর কোলে ছোট্ট শিশুকে দেখে মাথায় হাত বুলিয়ে ভালোবাসাও ভরিয়ে দেন অমিতাভ। আরও একটি ভিডিওতে দেখা যায় অক্ষয় অমিতাভের পা ছুঁয়ে প্রমাণ করতে গেলে বিগ বি তাঁকে জড়িয়ে ধরেন। দু🌟জনের মধ্যে বেশকিছুক্ষণ কথাবার্তাও হয়। দাদোজি কোন্ডাদেব স্টেডিয়ামে শ্রীনগর𓆉 কে বীরকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মাঝি মুম্বই।
অক্ষয়-অমিতাভ
এদিকে কাজের ক্ষেত্রে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলো-তে দেখা যাবে অক্ষয়কে। ছবিতে অভিনয় করবেন টাবু ও পরেশ রাওয়াল। শোভা কাপুর ও একতা কাপুরের বালাজি টেলিফিল্মস প্রযোজিত ’ভূত বাংলো' এবং অক্ষয়ের ‘কেপ অফ গুড ফিল্মস’-এর প্রযোজনায় আসছে এই ছবি। যেটি কিনা ২🤡০২৬ সালের ২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতে ওয়ামিকা গাব্বি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। তবে ছবির বিষয়ে বিস্তারিত কোনও তথ্যই সেভাবে সামনে আনা হয়নি।
এছাড়াও অক্ষয়ের পাই🍰পলাইনে রয়েছে 'কেশরী চ্যাপ্টার ২-দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ'। এতে অক্ষয় ছাড়াও রয়েছে আর মাধবন ও অনন্যা পাণ্ডে। ভারতের শীর্ষ ব্যারিস্টার সি শঙ্করন নায়ার🦩ের জীবন অবলম্বনে নির্মিত সেই ছবি মুক্তি পাবে ২০২৫ সালের ১৮ এপ্রিল। ছবিটি পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। সি শঙ্করন নায়ার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সত্য উন্মোচনের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
অন্যদিকে অমিতাভ বচ্চন বর্তমানে জনপ্রিয় টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৬-এর সঞ্চালনা করছেন। তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ভেট্টিয়ান, যেখানে তিনি রজনীকান্ত, ফাহাদ ফাসিল এবং রানা দাগ্গুবাতির সঙ্গে অভিনয় 𒁃করেছিলেন।