যিশু সেনগুপ্ত আবারও বহুদিন পর ছোট পর্দায় ফিরতে চলেছেন। একটা সময় সিজনের পর সিজন তিনি সারেগামাপা, ইত্যাদির মতো রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। অনুষ্ঠান মাতিয়ে রাখতেন। বহুদিন পর আবারও তাঁকে জি বাংলায় দেখা যাবে। এই কথা এতদিন কানাঘ📖ুষোয় শোনা যাচ্ছিল। এবার তাতে সিলমোহর দিলেন অভিনেতা।
আরও পড়ুন: 'সিলবেল্ট বেঁধে নিন', দেবের সঙ্গে ছবি দেও🐎য়ার পরই ফের ইঙ্গিতবহ বার্তা রাণার! ধূমকেতুর মুক্তির দিন জানালেন?
কী ঘটেছে?
এদিন জি বাংলার তরফে ড্যানꦅ্স বাংলা ড্যান্সের একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যিশু সাদা শার্ট, কালো স্যুট পরে গাড়ি করে ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে ঢুকছেন। কখনও নাচের তালে মঞ্চে জাদু তুলছেন তো কখনও আবার মেকআপ করছেন। বাদ যায়নি ফটো সেশনের মুহূর্তও।
তার ফাঁকেই এই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, 'নমস্কার আমি যিশু সেনগুপ্ত। অনেকদিন পর আবার জি বাংলায়। হোম কামিং।ℱ ড্যান্স বাংলা ড্যান্সে বিচারক হিসেবে আসছি। আমি দারুণ এক্সাইটেড। আমাদের MG অর্থাৎ মিঠুন দা থাকছেন।'
তিনি এদিন আরও জানান, 'আমার সঙ্গে থাকছেন অঙ্কুশ, শুভশ্রী এবং কৌশানি।' ܫআগেই জানা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবারও এখানে বিচারক হিসেবে থাকবেন। কিন্তু যিশুর কথা থেকে প্রশ্ন উঠল তবে কি এবার অঙ্কুশ সঞ্চালক নন, বিচারক হিসেবে থাকছেন? তাহলে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন কে? এছাড়া কৌশানি মুখোপাধ্যায়কেও দেখা যাবে বিচারকের আসনে।
যিশু সেনগুপ্ত জ😼ানান, 'ও বলতেই ভুলে যাচ্ছি, ৮ মার্চ থেকে প্রতি শনি এবং রবি আসছে ড্যান্স বাংলা ড্যান্স। সময় আপনারা জানেন তাও বলে দিচ্ছি সাড়ে ৯ টায়। দেখতে বলবেন না কিন্তু।'
এই খবর জানতে পেরে দারুণ উচ্ছ্বসিত দর্শকরা। যিশ꧒ুকে আবারও ছোট পর্দায় দেখবেন বলে উচ্ছ্বাস♚ বাঁধ মানছে না দর্শকদের।