সম্প্রতি মুক্তি পেয়েছে জন আব্রাহাম অভিনীত ‘দ্যা ডিপ্লোম্যাট’। গত ১৪ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার পর শুধু শিল্পী মহলে নয়, রাজনৈতিক মহলেও বেশ 🏅সাড়া ফেলে দিয়েছে। একজন ভারতীয় মেয়ের পাকিস্তানে আটকে পড়ার সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া এই সিনেম🅘া দর্শকদের বেশ পছন্দ হয়েছে। তবে এত ভালোর পরেও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে একটুও খুশি নন জন।
সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে একটি সাক্ষাৎকারে জন হিন্দি চলচ্চিত্র শিল্প নিয়ে বেশ 🌞উষ্মা প্রকাশ করেছেন। অভিনেতা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যেভাবে সব সময় বলিউডকে নিয়ে সমালোচনা করা হয়, ♒তা সত্যিই ভয়ের। একজন শিল্পী হওয়ার সুবাদে আমি এই ব্যাপারটা নিয়ে ভীষণ চিন্তিত।’
আরও পড়ুন: বড় ছেলের ﷽জন্মদিনে আবেগঘন পোস্ট হৃতিকের, কী 🎐মন্তব্য করলেন ‘প্রাক্তন’ সুজান?
আরও পড়ুন: শ্রীলীলার সঙ্গে আদুরে পোস্ট কার্তিকের, তবে কী এবার দক্ষিণের জামাই হবেন তিনি꧃?
জন বলেন, ‘আমি একজন🤡 বাণিজ্যিক সিনেমার নায়ক। আপনি আমাকে সব সময় বাণিজ্যিক সিনেমাতেই দেখে এসেছেন। কিন্তু তার মানে এই নযไ় যে আমি পরিবর্তন আনতে চাই না। আমিও চাই অন্যরকম চরিত্রে অভিনয় করতে। এই পাল্টে ফেলার অনুমতি আমাদের দেওয়া উচিত বা আমাদের স্বাধীনতা থাকা উচিত।’
অভিনেতার কথায়, ‘আমরা যারা অভিনেতা, তারা যদি𝄹 অন্যরকম কিছু করতে চাই তার জন্য যদি আমাদের অতিরিক্ত অর্থ প্রদান করা হয়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ভালো হবে। আমরা প্রতিনিয়ত ভালো সিনেমা ꧃তৈরি করার চেষ্টা করছি কিন্তু কোথাও না কোথাও ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। ভালো গল্প দেখতে চাইছে মানুষ, যা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না।’
আরও পড়ুন: মুক্তির আগেই র⭕িভিউ! ছেলের অভিনয় দেখে কী বললেন সেলিম খান?
আরও পড়ুন: দে🐼খতে এক হলেও এক নয়, অভিষেকের ঘড়ির থেকে কতটা আলাদা সলমনের ঘড়ি
দ্যা ডিপ্লোম্যাট প্রসঙ্গে
এখনও পর্যন্ত বক্স অফিসে ৩০ কোটি টাকা আয় করেছে ‘দ𝓰্য ডিপ্লোম্যাট’। একজন ভারতীয়কে কীভাবে পাকিস্তান থেকে উদ্ধার করে আনে ভারতীয় প্রশাসন, সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। এই সিনেমায় জন ছাড়াও অভিনয় করেছেন শারিব হাশমি, সাদিয়া খতিব, কুমুদ মিশ্র এবং রেবতী। এটি পরিচালনা করেছেন শিবম নায়ার।