১৭ জানুয়ার🌼ি বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘আজাদ’। এই সিনেমার হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি এবং অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগন। প্রথম সিনেমায় অভিনয় করেই রী💖তিমতো বাজিমাত করেছেন রাশা।
রাশা এবং আমানের আজাদ বক🦩্স অফিসে একেবারেই ভালো ফল করতে পারেনি কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও এই সিনেমার একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই নতুন দুই তারকার কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। বিশেষ করে রাশার অভিনয় দেখে অনেকেরই আলিয়া ভাটের কথা মনে পড়ে যায়। শুধু তাই নয়, ‘নাদানিয়া’ সিনেমায় ইব্রাহিম এবং খুশি কাপুরের খারাপ অভিনয়ের সঙ্গেও অন𝓡েকে রাশা এবং আমানের অভিনয়ের তুলনা টেনেছেন।
আরও পড়ুন: মুক্তির আগেই রিভিউ! ছেলের অভিনয় দেখে কী বললেনꦉ সেলিম খান?
আরও পড়ুন: শ্রীলীলার সঙ্🍌গে আদুরে পোস্ট কার্তিকের, তবে 🎃কী এবার দক্ষিণের জামাই হবেন তিনি?
অভিষেক কাপুর পไরিচালিত ‘আজাদ’ সিনেমার একটি ছোট্ট ক্লিপিং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবির একটি ছোট্ট অংশে রাশার অভিনয় ভীষণ বিশ্বাসযোগ্য লেগেছে মানুষের। রাশা ওরফে জানকি বাহাদুর যখন আমান ওরফে গোবিন্দকে বলে, সে গোবিন্দের মার খাওয়ার খবর শোনার পর থেকে রাতে ঘুমাতে পারেনি, পরক্ষণেই সে গো🐠বিন্দকে বলে পরের দোলে সে গোবিন্দকে কাদা মাখাবে।
কয়েক সেকেন্ডের মধ্যে রাশার অভি💫ব্যক্তির এই পরিবর্তন ভীষণ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। এক মুহূর্ꦗত আগে যে নিজের ভালোবাসার কথা বলতে গিয়েও বলল না, পরমহুর্তে নিজের অভিব্যক্তি পাল্টে ফেলল। রাশার এই অভিনয় দেখে অনেকেই আলিয়ার সঙ্গে তুলনা করেছেন রবিনা কন্যার।
একজন লিখেছেন, ‘আপনি আক্ষরিক অর্থেই অভিনেত্রী।' অন্য একজন লিখেছেন, ‘এই সিনেমায় অভিনয়🌟 এবং গান দুটোই খুব ভালো।’ তৃতীয় একজন লিখেছেন, 'আলিয়া ভাটের পর কোনও নেপো কিডকে এত ভালো অভিনয় করতে দেখলাম।' চতুর্থ জন লিখেছেন, 'খুব ভালো লাগলো অভিনয়।'
আরও পড়ুন: বড়ꦺ ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট হৃতিকের, কী মন্তব্য করলেন ‘প্রাক্তন’ সুজান?
আরও পড়ুন: শ্রীলীলার সঙ্গে আদু🍰রে পোস্ট কার্তিকের, তবে কী এবার দক্ষিণের জামাই হবেন তিনি?
প্রসঙ্গত, ‘আজাদ’ সিনেমাটি বক্স অফ꧙িসে ভালো ব্যবসা না করতে পারলেও সিনেমার একটি গান ‘উই আম্মা’ গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এই গানে রাশার অভিনয় এবং নাচ দেখে অনেকেই রবিনার সঙ্গে তাঁর তুলনা টানেন।