সোশ্যাল মিডিয়ার প্রত্যেকদিন নতুন নতুন কনটেন্ট দেখতে পাওয়া যায়। যার মধ্যে কিছু হয় ভীষণভাবে ইউনিক। তার মধ্যে খুব পরিচিত একটি ডায়লগ🐟 হল, ‘আফকোর্স আমি বাঙালি, তাই আমি জল খাই।’ ঠিক এই ডায়লগের আদলেই এবার ঊষসীকে দেখা গেল দুর্দান্ত একটি কনটেন্ট তৈরি করতে।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি ভিডিয়োꦿ সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে তাঁকে কালো শাড়ি পরে গাছের ওপর বসে থাকে দেখা যায়। প্রথমে কিছুটা খটকা লাগলেও, পরে বোঝা যায় তিনি একটি কনটেন্ট তৈরি করা❀র জন্যই গাছের উপর উঠে বসে রয়েছেন। এই মজার ভিডিয়ো তিনি সেজেছেন শাকচুন্নি।
আরও পড়ুন: 'সম্পূর্🌞ণ ভিত্তিহীন এবং...', জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন শ্রেয়স
আরও পড়ুন: একদম মানায়নি, 'কেশরি চ্যাপ্টার ২'-তে অনন্যার পরিবর্তে কাকে🐻 দেখতে চা🐬ইলেন দর্শকরা?
ভিডিয়োটি শুরু হয় ঊষসীকে বলতে শোনা যায়, ‘আফকোর্স আমি শাকচুন্নি, আমার মূল কাজ সুন্দরী রমণীর বেশ ধরে গাছ🍬ে বসে এদিক ওদিক নজর রাখা।’ শাকচুন্নি বলেই রাত জেগে কাজ করতে হয় তাঁকে। সধবা অবস্থায় মৃত্যু হয়েছে বলেই তিনি গাছের ওপর বসে অপেক্ষা করেন কখন গাছের তলা দিয়ে কোনও সধবা খোলা চুলে যাবেন আর সঙ্গে সঙ্গে তিনি তাঁর রূপ নিয়ে নেবেন।
শাকচুন্নি হওয়া কিন্তু মুখের কথা নয়। শাকচুন্নি হয়েছেন বলেই ঊষসীকে কড়া ডিসিপ্লিন-এর মধ্যে থাকতে হয়। প্রত্যে🐼কদিন পায়ের পাতা উল্টে হাঁটা প্র্যাকটিস করতে হয়। ছায়া পড়লেও সেই অপরাধে শাস্তি পেতে হয়। প্রত্যেক অমাবস্যায় কাউকে ভয় দেখাতে না পারলেই হয়ে যায় কার্ড বাতিল।
এ প্রান্তের দুনিয়ার থেকে ও প্রান্তের দুনিয়া যে একেবারেই যে আলাদা নয়🍨, সেটা বোঝা যায় থ্রেট কালচার এবং সিন্ডিকেটের কথা শ🦋ুনে। প্রতিদিন আবার সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার ভূতের রাজার কন্ঠ নকল করে গান গাইতেও হয়। শাকচুন্নি হওয়া কি সহজ কথা! কম হ্যাপা পোহাতে হয়?
আরও পড়ুন: শ্রীলীলার🍒 সঙ্গে আদুরে পোস্ট কার্তিকের, তবে কী এবার দক্ষিণের জামাই হ🍨বেন তিনি?
আরও পড়ুন: 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক ক🐻♉াছের মানুষ, জানেন তিনি কে?
ঊষসীর এই অসাধারণ কনটেন্ট ঝড়ের গতিཧতে ভাইর♌াল হয়েছে। বহুদিন পর একটা অসামান্য কনটেন্ট দেখে বেশ খুশি দর্শকরা। ধারাবাহিকের একঘেয়ে গল্পের থেকে এরকম ছোট ছোট কনটেন্ট অনেক ভালো বলেই মনে করছেন দর্শকরা।