কলকাতার পর এবার জলপাইগুড়িতে শ্যুটিং করলেন কার্তিক ✨আরিয়ান। তবে একা নয় সঙ্গে থাকলেন শ্রীলীলাও! নিশ্চয়ই ভাবছেন কোন ছবির শ্যুটিং? ছবিতে তাঁদের পোশাক ও লুক দেখে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে যে তাঁরা অনুরাগ বসুর ছবির জন্যই শ্যুটিং করছেন।
এর আগে 'রুহু বাবা' হয়ে কলকাতা কাঁপিয়ে ছিলেন কার্তিক। হাওড়া ব্রিজ সহ তখন কলকাতার একাধিক জায়গায় তিনি শ্যুটিং সেরে ছিলেন। আর এবার সমাজমাধ্যম সূত্রে পাওয়া ছবিগুলিতে উত্তরবঙ্গে কার্তিক ও শ্রীলীলাকে শ্যুট করতে দেখা গিয়েছে। জলপাইগুড়ির ওদলাবারিতে দু'দিন ধরে চলছে শ্যুটিং। সমাজমাধ্যমে পাওয়া একটি ছবিতে কার্তিককে একরাশ গোঁফ-দাড়ি সহ অনুরাগের নতুন ছবির লুকে দেখা গিয়েছে। অন্যদিকে, কার্গো জিন্স, টপে ধরা দিয়েছেন শ্রীলীলা। একটি ছবিতে দেখা গিয়েছে বাইক চালানোর মতো করে বাইকের উপর বসে কার্তিক, তাঁর পিছনের সিটে বসে শ্রীলীলা। তাঁদের মাথায় ছাতা ধরা ছিল। ফলে🍎 দেখেই ব𒁏োঝাই যায়, এটি শ্যুটিং শুরুর আগে তোলা।
আরও পড়ুন: স্ট্রাইল স্টেটমেন্টের পরোয়া না করেই মাথায় তেল মেখে প্লেনে চড়লেন স্বস্তিকা! ‘কিস্যু হল না…’, লিখলেন নায়িক🅰া
তাছাড়াও আর একটি ছবিতে কার্তিককে একা দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল একটি ধূসর রঙের জ্যাকেট, সাদা টি-শার্ট ও ধূসর রঙের জিন্স। এলোমেলো চু💙লে একেবারে অনুরাগের নতুন ছবির লুকে নজর কেড়েছিলে𓂃ন নায়িক।
প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছ🎶ে অনুরাগের নতুন ছবির টিজার। সেখানেই ‘রাহুল’ হিসেবে দেখা মিলেছে কার্তিক আরিয়ানের। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা মিলবে কন্ꦏনড় অভিনেত্রী শ্রীলীলার। তাঁদের প্রথম ঝলকেই মুগ্ধ নেটিজেনরা।
আরও পড়ুন: সায়🐷ন্ত অতীত, দেবচন্দ্রিমা-কিরণের বন্ধুত্ব এখন বেশ গভীর, মাঝরাতে কী করলেন ২ নায়িকা
২০২২ সালে কার্তিক আরিয়ান এবং অনুরাগ বসু ঘোষণা করেন যে তাঁরা ‘আশিকি ৩’ আনতে চলেছেন। আর তাঁদের প্রথম প্রজেক্ট ঘোষণার পর রীতিমত ঝড় বয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর নানা গুজব শোনা গিয়েছে এই ছবিটি নিয়ে। কখনও শোনা গিয়েছিল যে তৃপ্তি দিমরি থাকবেন কার্তিকের বিপরীতে। তো কখনও আবার জানা গিয়েছে যে অভিনেত্রী নিজের যে ইমেজ তৈরি করেছেন অ্যানিম্যাল ছবিটির পর তাতে তাঁকে এই ছবিতে ঠিক মানাবে না﷽। তারপর ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে খোদ পরিচালক HT City কে জানান যে ছবির নাম বদলেছে। একই সঙ্গে বদলেছে নায়িকাও। ছবির ঝলক প্রকাশ্যে আসতে জানা যায় কার্তিকের বিপরীতে থাকবেন শ্রীলীলা।