কার্তিক আরিয়ান শেষ করলেন তাঁর পরবর্তী সিনেমা চান্দু চ্যাম্পিয়ন-এর সেট। বিগত বছরকয়েক ধরে আলাদাই ফ্যানবেস তৈরি করেছেন এই অভিনেতা। দিয়েছেন সত্যপ্রেম কি কথা, ভুল ভুলাইয়া ২-এর মতো হিট। বুধবার, অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিচালক কবীর খানের সঙ্গ🥀ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেল, ছবির কাজ শেষ হল মিষ্টিমুখ দিয়ে।🍎 কবীর নিজের হাতে করে রসমালাই খাওয়ালেন কার্তিককে। এই সিনেমায় অভিনেতাকে একজন ক্রীড়াবিদ হিসেবে দেখা যাবে। ফলত বিশেষ করে নিজের শরীরের খেয়াল রাখতে হয়েছে তাঁকে। ছিলেন কড়া ডায়েটে একটানা।
কার্তিক ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে দেখা গেল অভিনেতার পাশেই দাঁড়িয়ে পরিচালক ও ছবির অন্য কলাকুশলীরা। প্রথমে খানিকটা অবাক হলেও, পরে মিষ্টি খাওয়ার জন্য মুখ হা করলেন কার্তিক। আর তা☂রপর জড়িয়ে ধরলেন কবীরকে। আর এক বছর পর মিষ্টি মুখে🐎 দিয়েই আনন্দে আটখানা কার্তিক। যা ফুটে উঠল তাঁর চোখেমুখে। বাকি ক্রু-রাও এই মিষ্টি-মুহূর্ত করলেন উদযাপন উল্লাস আর হাসিমুখে।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘এই রসমালাইয়ের স্বাদ যেন জয়ের স্বাদ! অবশেষে এক বছর পর চিনি খাওয়া!! এক বছরেরও বেশি সময় ধরে কঠোর প্রস্তুতি এবং বিশ্বের নানা প্রান্তে ৪ মাস দিন-রাতের শুটিংয়ের পরে, আজ আমরা #ChanduChampion শুটিং শেষ করেছি। এবং এই মুহূর্তে রসমালাইয়ের চেয়ে মধুর আর ಞকী বা হতে পারে, তাও সেই মানুষটির কাছ থেকে যিনি আমার জন্য এই চ্যালেঞ্জিং পথটা তৈরি করেছিলেন। আপনি গভীর অনুপ্রেরণা স্যার @kabirkhankk! (রেড হার্ট ইমোটিকন)’
গত বছর আগস্টে প্রকাশ্যে এসেছিল কার্তিকের আসন্ন ছবি চান্দু চ্যাಌম্পিয়নের ফার্স্ট লুক। যেখানে অভিনেতাকে ছোট চুল এবং মুখে সামান্য আঘাতের চিহ্ন সহ একটি তীব্র 🐼অভিব্যক্তি সহ ইন্ডিয়ার ব্লেজার গায়ে দেখা গিয়েছিল। ২০২৪ সালের ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটি কার্তিকের জন্য আরও একটি ঈদ রিলিজ। কারণ ঈদ-উল-আধা পড়েছে ১৬ জুন।
কার্তিককে শেষ দেখা গিয়েছিল সমীর পরিচালিত এবং সাজিদের ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। এতে আরও অভিনয় করেছিলেন কিয়ারা আদভানি, গজরা꧃জ রাও, সুপ্রিয়া পাঠক, শিখা🍸 তালসানিয়া, অনুরাধা প্যাটেল এবং রাজপাম যাদব। ছবিটি যেমন দর্শকমনে জায়গা করেছিল, তেমনই ভালো ফল করেছিল বক্স অফিসেও।