টলিপাড়ার কলাকুশলীদের সংগঠন ফেডারেশনের নানা আইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্♊থ হয়েছিলেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। এবার তাঁর সঙ্গে ফেডারেশনের বিরুদ্ধে আদালতে যান টলিউডের আরও ১৪ জন পরিচালক অভিনেতা। যাঁদের মধ্যে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সুদেষ্ণা রায়রা। বৃহস্পতিবার সেই মামলারই শুনানিতে বেশকিছু নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
এ দিনও কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিচালকদের পক্ষেই রায় দেন। তাঁর নির্দেশ, ফেডারেশন কোনওভাবেই পরিচালকদের কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। একই সঙ্গে ইউনিক কার্ড না থাকলেও 🅘ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন পরিচালকেরা। পাশাপাশি, মেডিক্লেম কার্ড আটকে রাখার বিষয়টি নিয়ে ফেডারেশনকে ভর্ৎসনা করেছে আদালত।
অন্যদিꦚকে পরিচালকদের আদালত নির্দেশ দিয়েছে এই কার্ড (ইউনিক কার্ড) রাজ্য সরকার চালু করেছে। তাই তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবের সঙ্গে যোগাযোগ করে তাঁরা যেন সেই কার্ড সংগ্রহ করেন। ফেডারেশনের এখানে কোনও প্রয়োজন নেই। এই নির্দেশ ছোট-বড় উভয় পর্দার জন্যই দিয়েছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৯ মে।
তবে কলকাতা হাইকোর্টের নির্দেশ, ১৯ মে শুনানির আগে তথ্য ও সম্প্রচার দফতর পিটিশন দাখিলকারী সমস্ত পরিচালক, ফেডারেশন এবং এই মামলার সঙ্গে যুক্ত প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলবে। প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখবে। তার উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করবেন তথ্য ও সম্প্রচার দফতরের সচিব, সেই রিপোর্ট তাঁকে পরবর্তী শুনানিতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদꦰালত।
প্রসঙ্গত, ফেডারেশনের সঙ্গে পরিচালক প্রযোজক ও অভিনেতাদের দ্বন্দ্ব নতুন নয়, বহুদিনের। মাঝে এই দ্বন্দ্ব এ𝓰মন পর্যায় যাচ্ছে যে টলিপাড়ায় অচলাবস্থা তৈরি হচ্ছে। মাঝ-মধ্যেই শ্যুটিংও বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছুদিন। পরিচালকদের অভিযোগ, ফেডারেশন অনেক কিছু চাপিয়ে দিচ্ছে তাঁদের উপর। কতজন নিয়ে শ্যুটিং করতে হবে, কী ক্যামেরা ব্যবহার করতে হবে, কোথায় কতক্ষণ শুটিং হবে, আউটডোরে কতজন নিয়ে যেতে হবে এই সমস্ত বিষয়েই ফেডারেশন নিজেদের মতামত দিচ্ছে। আর পান থেকে চুন খসলেই পরিচালক-প্রযোজকদের বয়কট করা হচ্ছে। এতে আখেরে ক্ষতি হচ্ছে ইন্ড্রাস্টির। আর তাই বাইরের কোনও প্রযোজক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগও করতে চাইছেন না।
মাঝে ফেডেরেশনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন পরিচালকরা। সেসময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিনেতা সংসদ দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষ। কথা ছিল কমিটি গঠন করার। তবে সেই কমিটি আজও গঠন করা হয়নি। তবে সম্প্রতি একইরকম꧒ সমস্যায় 𝐆পড়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বিদুলা ভট্টাচার্য। আর এই মামলায় বহু পরিচালকই বিদুলার পাশে দাঁড়িয়েছেন।