Optical Illusion Test: চোখের ধাঁধা বারবার বোকা বানায়। আর সেখানেই আসল মজা। শুধু চোখের পরীক্ষা নয়, চোখের পাশাপাশি মনের পরীক্ষাও নেয় এই ধরনের ধাঁধা। যেমন ধরুন সাম্প্রতিক সময়ে ভাইরাল এই ছবিটি। এই ছবিতে দেখা যাচ🐠্ছে একটি ঝরনা। কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে, সেটি আদতে একজনের চু♏ল। একটি মেয়ের চুল আসলে ওই ঝরনার জল। আর ঝরনার জলের সামনে রয়েছে তার মুখ। আসলে দুই নারীপুরুষ পরস্পরের মুখের দিকে চেয়ে আছে। পাথরের মধ্যে তাদের সেই মুখ ফুটে উঠেছে।
কোনটি প্রথমে দেখলেন?
ছবিতে কোনটি প্রথমে দেখলেন, তার উপর নির্ভর করবে আপনি বিবাহিত সম্পর্কে কেমন ধরনের সঙ༒্গী। যেকোনও একটি দেখলে বোঝা যাবে, আপনার সঙ্গীর কথা সবসময় শুনে চলেন। আবার সঙ্গীকেও আপনার কথা মেনে চলতে হয়, তা বোঝা যাবে আরেকটি জিনিস দেখে।
যদি কেউ প্রথমে ঝর্না দেখেন
যদি আপনি প্রথমে ঝর্নাটি দেখেন, তাহলে আপনার সঙ্গীটি আপনার থেকে বেশি কথা বল♐তে পছন্দ করেন। আপনার উপর তার নানা ইচ্ছে চাপিয়ে দেন মাঝে মাঝেই। সেই ইচ্ছে নিয়ে আপনি অত কোনও কথাও বলতে পারেন না। বরং চেষ্ট🎐া করেন, কীভাবে ইচ্ছেগুলো পূরণ করা যায়।
যদি প্রথমেই নারী পুরুষের মুখ দেখেন
যদি প্রথমেই কেউ নারী পুরুষের মুখ দেখেন, তাহলে আপনার সঙ্গীটি আপনার থেকে কম কথা বলতে পছন্দ করেন। তার উপর আপনি নানা 💜ইচ্ছে চাপিয়ে দেন মাঝে মাঝেই। সেই ইচ্ছে সে তত কথাও বলতে 🍌পারে না। বরং চেষ্টা করে, কীভাবে ইচ্ছেগুলো পূরণ করা যায়।
অপটিক্যাল ইলিউশনের ভালোমন্দ
অপটিক্যাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধ♐ার উত্তর আপনার 𒐪আইকিউ বলে দিতে সক্ষম।
পর্যবেক্ষণ ক্ষমতা বౠাড়াতে সাহায্য করে অপটিক্যাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
তবে অপটিক্যাল ইলিউশনের উত্তর সবসময় সব মানুষের ক্ষেত্রে নাও মিলতে প♏ারে। সেক্ষেত্রে এর উপ🔜র সম্পূর্ণ বিশ্বাস না করাই ভালো।