অর্জুন কাপুরের সঙ্গে ভেঙেছে সম্পর্ক। আর তারপরই এদিন চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালসের খেলা দেখতে মাঠে হাজির থাকতে দেখ𝓀া গেল মালাইকা আরোরাকে। তাঁর পাশে ছিলেন কুমার সাঙ্গাকারা। আর সেই দেখেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। তাঁদের একসঙ্গে খেলা উপভোগ করতে দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁরা দুজন প্রেম করছেন কিনা সেই বিষয়ে।
আরও পড়ুন: অভিনেত্রী হিসেবে আখেরেই পুনর্জন্ম হয়েছে কৌশানি𝕴র! সাফল্য পেতে, নিজেকে বদলাতে কী কী করেছেন?
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে মালাইকা আরোরা রাজস্থান রয়্যালসকে সমর্থন করতে মাঠে এসেছেন। তাঁর পরনে উক্ত দলেরই জার্সি। তাঁর সঙ্গে ছিলꦕেন এই দলের প্রাক্তন হেড কোচ এবং বর্তমানে এই দলের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা। দুজনকে একসঙ্গে দেখে জল্পনা উসকে গিয়েছে নেট ন🐎াগরিকদের মনে।
এদিন আরও একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুজনে পাশাপাশি বসে। এই ছবিটি শেয়ার করে এক নেটিজেন লেখেন, 'কুমার সাঙ্গাকারার সঙ্গে বসে আছেন মালাইকা আরোরা। দুজনের মধ্যে কি কিছু চলছে? আমি তো মালাইকা আর রাজস্থান রয়্যালসের মধ্যে কোনও সম্পর্ক দেখতে ཧপাচ্ছি না।'
আরেক ব্যক্তি এই একই ছবি ভাগ করে লেখেন, 'মালাই♒কা আরোরা কি কুমার সাঙ্গাকারার সঙ্গে প্রেম করছেন?' কারও আবার প্রশ্ন, 'মালাইকা রাজস্থান রয়্যাল💝সের ডাগ আউটে বসে আছে কেন? তাও আবার কুমার সাঙ্গাকারার সঙ্গে!' চতুর্থ ব্যক্তির প্রশ্ন, 'মালাইকা কি প্রেম করছেন কুমার সাঙ্গাকারার সঙ্গে?'
প্রসঙ্গত মালাইকা আরোরার আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চ🅷ুটিয়ে প্রেম করেন অর্জুন কাপুরের সঙ্গে। ২০১৮ সাল থেকে সম্পর্কে ছিলেন তাঁরা। করতেন লিভ ইনও। তবে ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। সিংঘম এগেন ছবির প্রচারে অর্জুনকে দেখে যখন ভক্তরা মালাইকার নাম করতে শুরু করেন এবং পরবর্তীতে প্রসঙ্গ ওঠে তখন অভিনেতা জানিয়ে দেন তিনিꦐ সিঙ্গল। এরপর এদিন কুমার সাঙ্গাকারার সঙ্গে তাঁকে দেখে নতুন করে প্রেমের জল্পনা উসকে গেল।
অন্যদিকে কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার স্টার ক্রিকেটার ছিলেন। অতীℱতে তিনি আইপিএলে পঞ্জাব কিংস, ডেকান চার্জার্স , সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ছিলেন রাজস্থ💖ান রয়্যালসের হেড কোচ। যদিও এই বছর তাবকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে হেড কোচ বানানো হয়।