ইন্ডিয়ান আইডল জেতার স্বপ্ন অধরাই থেকেছে তাঁর। টপ ৮ থেকে ছিটকেꦆ গিয়েছেন। কিন্তু এই রিয়েলিটি শো থেকে বাদ পড়লেও থেমে থাকেননি অসমের এই মেয়ে। শুরু করলেন ꦅনিজের নতুন পথ চলা। সেটা কি?
আরও পড়ুন: দিদি নম💫্বর ওয়ানে আসছেন সারেগামাপা বিজয়ী দেয়াশিনী! প্রতিযোগী না অতিথি হয়ে ধরা দেবেন দিদির মঞ্চে?
আরও পড়ুন: সমাজে 'ছাপ' ফেলে 'ট্রেন্ড সেট' করছেন কাঞ্চন-শ্🐭রীময়ী! নিজেদের কী বলে দাবি করলেন তৃণমূল বিꦆধায়ক?
কী ঘটেছে?
মিশমি✱ বসু এদিন তাঁর নতুন পথ চলা শুরু করার খবর দিলেন। না, কনসার্ট বা শো নয়। বর𝄹ং তিনি এবার শিক্ষিকা হয়ে ধরা দেবেন। গান শেখাবেন মিশমি। তাঁর আসন্ন সঙ্গীতের ওয়ার্কশপের বিষয়ে আপডেট দিলেন এদিন।
মিশমি বসু এদিন জানান আগামী ৩ এবং ৪ এপ্রিল এই সঙ্গীতের ওয়ার্কশপ করাবেন তিনি। তবে অনলাইনে। ইন্ডিয়ান আইডল খ্যাত এই গায়িকা তাঁর এই নতুন উদ্যোগের নাম দিয়েছেন লার্ন উইথ মিশমি। কী শেখাবেন তিনি এই ওয়ার্কশপে? তাঁর 𒈔শেয়ার করা পোস্ট থেকেই জানা গিয়েছে এই দুদিনের ওয়ার্কশপে তিনি বেসিক ভোকাল ট্রেনিং দেবেন শিক্ষার্থীদের। সঙ্গে থাকবেন দুটো বলিউডের গান। সেই গান দুটি তিনি সেগুলো নিখুঁত ভাবে সেগুলোর বিশেষত্ব মাথায় নিয়ে গাইতে শেখাবেন। এছাড়া রিয়েলিটি শোতে অংশ নিতে গেলে কী কী জিনিস মাথায় রাখা জরুরি সেইౠ বিষয়েও টিপস দেবেন।
দিন তো জানা গেল, ভাবছেন কখন আর কতক্ষণ চলবে এই ওয়ার্কশপ? তাহলে জানাই ৩ এবং ৪ এপ্রিল রাত ৮ টা থ⛄েকে সাড়ে ৯ টা পর্যন্ত এ🔴ই ওয়ার্কশপ করাবেন মিশমি। অর্থাৎ দুদিন দেড় ঘণ্টা করা।
এই ওয়ার্কশপের অংশ হতে চাইলে কীভাবে যোগাযোগ করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করা যাবে বা কীভাবে শিক্ষার্থীদেꦉর মনোনীত করা হবে এই ক্লাসের জন্য সেই সমস্ত তথ্যও মিশমি এদিন তাঁর এই পোস্টে জানিয়ে দিয়েছেন। তবে এটা কিন্তু মোটেই বিনামূল্যে নয়। খরচ সাপেক্ষ। কিন্তু দুদিনের ওয়ার্কশপের জন্য কত টাকা নিচ্ছেন তিনি সেটা প্রকাশ্যে জানাননি।𓆉
আরও পড়ুন: সায়ন্ত বিতর্কে ছি꧑লেন পাশে, হঠাৎ কিরণকে নিয়ে দেবচন্দ্রিমা কেন বলল🌟েন, 'একটু ইরিটেটিং, কিন্তু...'?