প্রথম দুটি ম্যাচে জয় এসেছি𝄹ল। প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। দ্বিতীয় ম্যাচে চিপকে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল। যে মাঠে ১৭ বছর পরে চেন্নাইকে হারানোর স্বাদ পেয়েছিল। কিন্তু সেই ‘হানিমুন পিরিয়ড’ বেশিদিন স্থায়ী হল না। তৃতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে পড়ল বিরাট কোহলিদের দল। ছড়িয়ে পড়ল অসংখ্য মিম। নেটিজেনরা বলতে শুরু করেছেন যে ‘ভিন্টেজ আরসিবি’ ফিরে এল। যে আরসিবিকে এতদিন আইপিএলে দেখা গিয়েছে।
‘ফর্মে ফিরতে ৩ ম্যাচ লাগল RCB-র’, কটাক্ষ নেটপাড়ার
একটি সিনেমার দৃশ্য পোস্ট করে এক নেটিজেন বলেন, 'প্রথম দুটি ম্যাচে ওয়ার্ম-আপ চলছিল। এবার আসল ফর্মে ফিরল আরসিবি।' সেই পোস্টের তলায় আবার এক নেট🐎িজেন বলেন, 'প্রতিটি দলেরই ফর্মে আসতে দু'তিনটি ম্যাচ লাগে।' একইসুরে অপဣর এক নেটিজেন বলেন, 'ভুল করে প্রথম দুটি ম্যাচে ভালো করে খেলে ফেলেছিলাম। এবার আরসিবির আসল ফর্ম সামনে এসেছে।'
একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'ফর্মে ফিরতে তিনটি ম্যাচ লাগল আরসিবির। ভিন্টেজ আরসিবি ইজ ব্যাক।' একজন তো আরও কটাক্ষ করে বলেন, ‘এক সপ্তাহ সপ্তম আকাশে থাকার পরে সবে পৃথিবীর উদ্দেশে রওনা দিলেন আরসিবি ফ্যানরা। যদি কোনওরকম দেরি না হয়, তাহলে রাত ১১ টা ১৫ মিনিটের মধ্যে পৃথিবীতে ফিরে আসবেন।’ সেইসঙ্গে একটি মহা🌸কাশযানের ছবিও পোস্ট করেন ওই নেটিজেন।
ব্যাটিংয়ে চরম ব্যর্থ হয়েছে RCB
আর বিপক্ষ ফ্যানদের সেই খোঁচার মধ্যেই আরসিবির পারফরম্যান্সে হতাশ পড়েছেন লাল ব্রিগেডের সমর্থকরা। কারণ প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরে মুখ থুবড়ে পড়েছে আরসিবি। তৃতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি বিরাটদের দল। ব্যাটিং হোক বা বোলিং - সবেতেই ছড়ি ঘুরিয়েছে গুজরা♍ট💛।
বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৬৯ রান তোলে আরসিবি। ৬.২ ওভারেই ৪২ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। তারপর লিয়াম✨ লিভিংস্টোনের ৪০ বলে ৫৪ রান, জিতেশ শর্মার ২১ বলে ৩৩ রান এবং টিম ডেভিডের ১৮ বলে ৩২ রানের সুবাদে তাও ১৭০-র কাছে পৌঁছাতে পারে আরসিবি।
১৩ বল বাকি থাকতেই জয় গুজরাটের
কিন্তু🌳 সেটা গুজরাটকে আটকানোর জন্য যথেষ্ট ছিল না। বরং ১৭.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট। জিতে যায় আট উইকেট। ৩৬ বলে ৪৯ রান করেন সাই সুদর্শন। ৩৯ বলে অপরাজিত ৭৩ রান করেন জোস বাটলার। আর ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মহম্মদ সিরাজ। চার ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন ভারতীয় তারক🅘া।