২০১৯ সালে ‘ময়দান’ সিনেমার হাত ধরে অজয় দেবগনের সঙ্গে আলাপ হয়েছিল রুদ্রনীল ঘোষের। মানুষটিকে খুব কাছ থেকে দেখেছিলেন তিনি। সম্প্রতি আনন্দবাজাꦬর ডট কমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অজয়কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান অভিনেতা। একজন বিরাট মাপের বলি তারকা হওয়া সত্ত্বেও অজয় যে একজন আদ্যপ্রান্ত মাটির মানুষ, সে কথাও জানাতে ভোলেননি রুদ্রনীল।
অজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রুদ্রনীল বলেন, ‘২০১৯ সালে ‘ময়দান’ সিনেমায় কাজ করার সুবাদে আমাকে যেতে হয়েছিল মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োয়। প্রথম দিনেই অজয়ের বিপরীতে কয়েকটি দৃশ্যে কাজ করার কথা ছিল আমার। আমি যে বাংলা থেকে গিয়ে ওখানে কাজ করছি, তা বিন্দুমাত্র বুঝতে দেনন🌊ি উনি।’
আরও পড়ুন: অজয়কে জন্মদিনের শুভেচ��্ছা কাজলের, ক্যাপশন দেখে হেসে🍎 খুন ভক্তরা!
আরও পড়ুন: মানুষ বা ভূত না, এবার শত্রু সাপ! করণের সঙ্গে🎃 ফের কোন ছবিতে জুটি বাঁধলেন ক🍎ার্তিক?
অজয়ের চারিত্রিক গুণ নিয়ে কথা বলতে গিয়ে রুদ্রনীল বলেন, ‘আমরা সবাই জানি মানুষকে ভীষণ কম কথা বꦿলতে ভালোবাসেন। তবে কাউকে যদি পছন্দ হয়ে যায় তখন তাঁর সঙ্গে মন খুলে গল্প করেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রথমদিকে সংলাপের বাইরে তেমন কথা হতো না আমাদের। কিন্তু তারপর কাজের বাইরে আমরা আলাদা করে আড্ডা দিয়েছি অনেকবার।’
বাংলার জামাই অজয়কে নিয়ে অভিনেতা বলেন,' কলকাতা এবং বাংলা সিনেমা নিয়ে ওঁর কৌতুহল প্রচুর। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে উনি কাজ করেছেন। টলি অভিনেতাদের মধ্যে বুম্বাদাকে ভীষণভাবে শ্রদ্ধা করেন উনি। ‘ময়দান’ সিনেমার শ্যুটিং চলাকালীন 'তা💖নাজি:দ্য আনসাং ওয়ারিয়র' ছবির বিশেষ প্রদর্শনে আমাদের সবার পাশাপাশি বুম্বাদাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।'
আরও পড়ুন: ২৫ বছর পর বড় পর্দায় সলমন-সঞ্জয় জুটি, ছবির নাম এল প্রকাশ্যে,♑ কবে শুরু শ্যুটিং?
আরও পড়ুন: মন্নত ছেড়েছেন অনেক আগেই, এবার বিক্রি করলে▨ন ফ্ল্যাট, কেন এমন সিদ্ধান্ত গৌরীর?
‘ময়দান’ সিনেমায় শুভঙ্কর নামের এক চরিত্রে অভিনয় করেছিলেন রুদ্রনীল। রুদꦏ্রনীলের চরিত্র অজয়ের এতটাই ভালো লেগেছিল যে তিনি পরবর্তীকালে রুদ্রনীলকে তাঁর নাম ধরে নয়, সম্বোধন করতেন ‘শুভঙ্কর জি’ নামে। তবে শুধু ‘ময়দান’ নয়, পরে অন্য একটি ছবিতেও অজয়ের সঙ্গে কাজ করার 𒀰সুযোগ এসেছিল রুদ্রনীলের, কিন্তু সময়ের অভাবে একসঙ্গে আর কাজ করা হয়নি বলে জানিয়েছেন অভিনেতা।