স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে কন্যা-সহ পরিবারের ৩ সদস্যকে খুন করে আত্মঘাতী হলেন স্কুল ভ্যানের চালক। আহত হয়েছেন আরও একজন। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কর্ণাটকে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি চিকমাগালুর জেলার বালেহোন্নুরের কাছে কিথলিকোন্ডা গ্রামের বাসিন্দা। চিকমাগালুর পুলিশ সুপার বিক্রম আমাত জানান, ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে অশান্তির কারণে গত দুই বছর ম্যাঙ্গালুরুতে আলাদাভাবে বসবাস করছিলেন। একটি স্কুলের ভ্যান চালাতে🍬ন।
আরও পড়ুন-লোন দেয়নি ব্যাঙ্ক! স্প্যানিশ ওয়েব সিরিজ দেখে SBI থে🔯কে ১৩ কোটি টাকার সোনা লুট
পুলিশ 🎉সূত্রে খবর, মঙ্গলবার ৭ বছরের মেয়ে বন্ধুদের কথা শুনে স্কুল থেকে ফিরে এসে বাবা প্রশ্ন করে তাঁর মা কোথায় আছে।আর এই প্রশ্ন শুনে প্রবল ক্ষুব্ধ হন ওই ব্যক্তি। এরপরেই রাত সাড়ে ৯ টা নাগাদ স্ত্রীর বাপের বাড়িতে যান ওই ব্যক্🐽তি। তারা কিছু বলার আগেই শাশুড়ি, শ্যালিকা এবং মেয়েকে পর পর গুলি করে খুন করেন ওই ভ্যান চালক। এমনকি তাঁর শ্যালককেও গুলি করেন তিনি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাশুড়ি, শ্যালিকা এবং মেয়ের। কিন্তু হাঁটুতে গুলি লাগায় প্রাণে বেঁচে যান শ্যালক। এরপরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেন। অন্যদিকে, গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে। তারাই খবর দেন পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিশ। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে অভিযুক্ত ব্যক্তি একটি ভিডিও রেকর্ড করেছেন। যেখানে তিনি তার স্ত্রীর আলাদা থাকার জন্য হতাশা প্রকাশ করেছেন। ইতিমধ্যে বালেহোন্নুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং 🐼তদন্ত চলছে। পুলিশ ইন্সপেক্টর এন রবীশ বলেন, 'প্রাথমিক তদন্তে অনুমান স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর মানসিক যন্ত্রণার কারণে এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত।' পাশাপাশি নাগরিকদের পুলিশ পরামর্শ দিয়েছে, 'যদি আপনার সা✨হায্যের প্রয়োজন হয় অথবা আপনি এমন কাউকে চেনেন যার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে নিকটতম মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন।
আরওಌ পড়ুন-লোন দেয়নি ব্যাঙ্ক! স্প্যানিশ ওয়েব সিরিজ দেখে SBI থেকে ১৩ কোট🔯ি টাকার সোনা লুট
সম্প্রতি, উত্তরপ্রদেশের ৪ সন্তানকে গলা কেটে খুন করে বাবার আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। ⛎মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের শাজাহানপুরে। পুলিশ জানায়, পারিবারিক বিꦆবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।