সারেগামাপা-২০২৪এ ছোটদের মধ্যে বিজয়ী হয়েছে কাঁথির অতনু 🐻মিশ্র। মাত্র ১২ বছরের খুদের গানে মুগ্ধ আপামর বাঙালি। দেশ-বিদেশের শ্রোতারাও ছোট্ট এই শিল্পীর গান শুনে মুগ্ধ। সারেগামাপা- শেষ হওয়ার পরও আজকাল প্রায় দিনই চর্চায় থাকে এই খুদে। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের জন্য কাঁথির চৈত্র সেল ও বস্ত্র মেলা থেকে লাইভ করল এই খুদে শিল্পী।
ফেসবুকের পাতায় লাইভ ভিডিয়োতে লাল কাজ করা পাঞ্জাবি ও꧑ সাদা ধুতিতে দেখা যায় অতনু মিশ্রকে। মেলায় চাটমুড়ি, ঘুগনির দোকান থেকে জিলিপি, জামাকাপড়, পপকর্ন, খেলনা, কাচের বাসন, এমিটেশন জুয়েলারি, পাপোশ, চশমার দোকান সহ প্রায় গোটা মেলাটাই লাইভ করে ঘুরিয়ে দেখায় ছোট্ট শিল্পী। মেলায় ঘুরে বেড়ানোর সময় কেউ কেউ খুদে শিল্পীকে চিনতে পেরে তার সঙ্গে সেলফি তুলতেও হাজির হয়। আবার বন্দুক মেরে বেলুন ফাটানোর খেলাতেও সামিল হয় ছোট্ট অতনু। যদিও সে একটিমাত্র বেলুনই সঠিকভাবে ফাটাতে পেরেছে।
আরও পড়ুন-খেলা দেখছিল দিদি﷽, হঠাৎ এসে জাপটে ধরে জ্বালাতন শুরু, দেখুন সারেগামা🌌পা জয়ী অতনুর কাণ্ড…
ভিডিয়োতে শিল্পী অতনু♏ মিশ্র সকলকে কাঁথির মেলায় আসার জন্🦩য আহ্বানও জানায়। সে জানায়, এই মেলাটি কাঁথির ক্ষেত্রমোহন স্কুলের মাঠে হচ্ছে। তাঁর কথায়, ‘এটা আমার বাড়ির একদম সামনে। আমার বাড়ি সারদাপল্লীর ভিতরে। আর সেটার একদম সামনে হচ্ছে এই মেলা। তোমারা সবাই আসো।’
প্রসঙ্গত, মাঝে মধ্যেই ফেসবুকের পাতায় নানান ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় বাংলা সারেগামাপা -২০২৪ জয়ী এই শিল্পীকে। আবার 🎉কাঁথি বইমেলাতেও গান গাওয়ার ছবি পোস্ট করেছে অতনু। ক্যাপশালে সে লিখেছে, ‘কাঁথি আদি বই মেলা কমিটির সকলের আদর, স্নেহ ও ভ🐲ালোবাসা। আমি খুউব খুশি হয়েছি। সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম।’
প্রসঙ্গত, গান ছাড়াও বর্তমানে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে অতনু মিশ্র। সপ্তম শ্রেণির ছাত্র সে। সম্প্রতি সারেগামাপা-এর বিজেতা হিসাবে নাম ঘোষণার ঠিক কী অনুভূতি হয়েছিল, সেকথা Hindustan Times Bangla-র সঙ্গে শেয়ারও করেন অতনু মিশ্র। খুদে শিল্পীর কথায়, ‘খুব আনন্দ হচ্ছিল। যখন বিজেতার নাম ঘোষণা হবে, তখন ভয়ে আমার হাত-পা কাঁপছিল। তারপর যখন ফার্স্ট রানার আপ আর সেকেন্ড রানার আপের নাম ঘোষণা হল, তখন আমার মনে হচ্ছিল আমি হয়তো জিতলেও জিততে পারি। তারপর যখন আমর নাম নেওয়া হল, আমি তো সারা স্💜টেজ আনন্দে লাফিয়েছি।’
অতনুর কথায়, ‘সারেগামাপা-র সবাইকে খুব মিস করছি। আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল অনীক। আমরা দুজন মিলে অনেক দুষ্টুমি কর𒁃তাম।’ অতি সম্প্রতি কো꧒লাঘাটে আয়োজিত বসন্ত উৎসবে আরও একবার একসঙ্গে দেখা মিলছিল সারেগামাপা-র অতনু ও ছোট্ট অনীকের।