সদ্যই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। তাঁর গান আমি বাংলায় গান গাই ♕ছাড়া ভাষা দিবস ভাবাই যায় না। এবার একই সঙ্গে তাঁকে শ্র👍দ্ধা জানাতে এবং ভাষা দিবস উপলক্ষে এই গানটিকে একেবারে নতুন ভাবে সাজিয়ে নিয়ে আসছেন শোভন গঙ্গোপাধ্যায়।
কী ঘটেছে?
আমি বাংলায় গান গাই গানটি একাধিক শিল্পী এক এ🏅ক সময় গেয়েছেন। তবে মানুষের মনে গেঁথে আছে প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া গানটি। যদিও ক্রান্ত🔯ি ছবিতে সেই গানকে কিছুটা আলাদা ভাবে রিঅ্যারেঞ্জ করা হয়েছিল। এবার সেই গানকে একেবারেই নতুন ভাবে সাজিয়ে আনছেন শোভন। জানা গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে ব্যবহৃত ৭টি আঞ্চলিক ভাষাকে ব্যবহার করা হয়েছে এই গানে।
জানা গিয়েছে কলকাতা, পুরুলিয়া, ♕কোচবিহার, বীরভূম, মালদা, সহ বিভিন্ন জায়গার বাংলা ভাষার যে নিজস্ব রূপ আছে সেটাই ধরা পড়েছে। শুধু ভাষা নয়, আছে নাচও। যেমন🌼 পুরুলিয়ার ছৌ নাচ, মালদার গম্ভীরা, ইত্যাদিও দেখা যাবে এই গানে।
শোভন গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এই গানটি ꧅গেয়েছে ছোটরা। সেই বিষয়ে তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, 'আমরা এই বাংলা ভাষার সেভাবে যত্ন করছি না, কদর করছি না। এই ভাষায় কথা বলতে বাচ্চারা ভয় পাচ্ছে। ওদের জানানো দরকার যে বিষয়টা সাবলীল। তাই ছোটদের বেছে ܫনিয়েছি।'
তিনি এদিন তাঁর এই গান প্রসঙ্গে বলেছেন, 'আলাদা করে কখনও এই গানটির সঙ্গীতায়োজন করা হয়নি। ফলে মﷺান﷽ুষের মনে থেকে গিয়েছে প্রতুল মুখোপাধ্যায়ের গাওয়া গানটি। সেই জন্যই নতুন করে বিষয়টা তৈরি করেছি। প্রতিটি জেলার যে ভাষার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেটাকে একসঙ্গে আনার চেষ্টা করেছি।'
আরও পড়ুন: 'পরিচালকরা কেন আমার কথা ভাবেন না জানি না', দীর্ঘদিন পর পর্দায় ফিরে🃏 ক্ষোভ উগরে দিলেন বাবুল
জানা গিযꦓ়েছে সান বাংলার উদ্যোগে এই গানটি তৈরি করা হয়েছে। গায়কের পাশে ছিলেন তাঁর বেটার হাফ, অভিনেত্রী সোহিনী সরকার।