🌠 শেষ লগ্নে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। আগামী শনি রবিবার, দুদিন ধরে চলবে এই ফিনালে। সেখানে কী কী চমক থাকবে সেটাই প্রকাশ্যে এল এদিন।
আরও পড়ুন: 🅷'এতক্ষণ যা যা বলল সব...' গোলমরিচকে বানালেন গোটা জিরে! চাঁঁদনির মশলা চেনার দৌড় দেখে হেসে খুন রচনা
আরও পড়ুন: 𝐆দিদি নম্বর ওয়ানে আসছেন সারেগামাপা বিজয়ী দেয়াশিনী! প্রতিযোগী না অতিথি হয়ে ধরা দেবেন দিদির মঞ্চে?
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর ফিনালের প্রোমো
🌺ইতিমধ্যে সম্প্রচারিত হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর সেমি ফাইনাল। সেখানে সেরা ৮ থেকে সেরা ৬ জনকে বেছে নেওয়া হয়েছে এবার। এই ৬ জনের মধ্যে চলবে প্রথম হওয়ার লড়াই। আর সেই দুদিন ব্যাপী গ্র্যান্ড ফিনালেতে থাকছে একগুচ্ছ চমক।
ꦯএবারের গ্র্যান্ড ফিনালেতে অন্যতম প্রধান অতিথি হয়ে থাকবেন মিকা সিং। তাঁকে গান গাইতেও দেখা যাবে। এছাড়া শিল্পা শেট্টি তাঁর নাচের জাদুতে ঝড় তুলবে এই রিয়েলিটি শোয়ের মঞ্চে। হাজির থাকবেন আরেক বলিউডের অভিনেত্রী রবিনা টন্ডন। এদিন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এবারের অন্যতম বিচারক বাদশার সঙ্গে নাচ করছেন রবিনা।
আরও পড়ুন: 𓆉পুলিশের ডিউটি সামলে স্বপ্নপূরণের পথে অবিচল সায়ন্তী! মন জিততে পারলেন মিঠুন-শুভশ্রীদের?
ꦦগ্র্যান্ড ফিনালেতে চুরাকে দিল মেরা গানটি গাইবেন প্রিয়াংশু। গানের জাদুতে ঝড় তুলবেন মানসী, শুভজিৎও। বাদ যাবেন না স্নেহা, প্রমুখরাও। আগামী ৫ এবং ৬ এপ্রিল দুইদিন সম্প্রচারিত হবে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর গ্র্যান্ড ফিনালে।
কে কে আছেন ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে?
🐼টপ সিক্সে আছেন তিন বাঙালি। টপ ৬ প্রতিযোগীরা হলেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, চৈতন্য দেবাদে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা এবং প্রিয়াংশু দত্ত। সেরার মুকুট শেষ পর্যন্ত কে পান সেটাই দেখার!
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
🔴প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
আরও পড়ুন: 🌟জেতা হয়নি ইন্ডিয়ান আইডল, এবার নতুন ভূমিকায় মিশমি, কোন নতুন পথ চলা শুরু করলেন?