কিছুদিন আগেই ফিল্মফেয়ারের মঞ্চে একটি সাক্ষাৎকারে ভুল ইংরেজি বলে কটাক্ষের মুখে পড়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফের টাক্ষের মুখে তিনি। ফেমিনা গেম চেনজার্স ইভেন্টের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে আবারও অভিনেত্রীর ভাষাজ্ঞান꧃ নিয়ে প্রশ্ন উঠেছে। চলছে তুমুল ট্রোলিং। কিন্তু ঠিক কী বলেছেন তিনি? আর কথাটা কি আদৌ ভুল?
আরও পড়ুন: জ্বালাপোড়া গরমে ঝাড়খণ্ডের ধূধূ প্রান্🌜তরে দেব! রঘু ডাকাতের দ্বিতীয় শিডিউল শুরুর আগে কী ঘটালেন?
কী ঘটেছে?
এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বর্ধমানের ফ্যান ক্লাব পেজের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় সেখানেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছে যে তাঁর সবথেকে বড় সাফল্য কী? জবাবে শুভশ্রী বলেন, 'ফর মি ইট ইজ অলওয়েজ অ্যান্ড ইট উইল বি অলওয়েজ হোয়েন আই হ্য🐼াভ ক্রিয়েটেড এ হিউম্যান বিং। দ্যাট ইজ মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট।' অর্থাৎ, 'আমার সব থেকে সেরা অ্যাচিভমেন্ট হল একটা মানুষ সৃষ্টি করা।' এটা শুনেই ট্রোল করা শুরু করেছেন নেট নাগরিকরা।
অভিনেত্রী মানুষ কীভাবে ✱সৃষ্টি করতে পারেন সেটা নিয়ে প্রশ্ন তুলে মজা করছেন নেট নাগরিকরা। যদিও অভিনেত্রী তাঁর সন্তানদের জন্মের কথা বোঝাতে চেয়েছেন যে সেটা বলাই বাহুল্য!
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'মানুষ সৃষ্টি করেছেন? ওটা তো সন্তান জন্ম দিয়েছি বলা উচিত ছিল।' আরেকজন লেখেন, 'এসব কি ভুলভাল ꧒বকে যান উনি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হ্যাঁ, উনি মানুষ সৃষ্টি করেছেন আর আমরা আমাদের সন্তানকে অনলাইনে অর্ডার করি।' চতুর্থ ব্যক্তি লেখেন🔯, 'আপনি কি ঈশ্বর যে আপনি মানুষ সৃষ্টি করবেন?'
যদিও অভিনেত্রী যা বলেছেন, তা ব্যাকরণগত ভাবে ভুল নয়। তবে সাধারণত সন্তানের জন্ম দেওয়া বোঝাতে, এই ধরনের বাক্য সাধার🅺ণত বলা হয় না। সে কথাও মনে করিয়💧েছেন অনেকে।
প্𝕴রসঙ্গত কিছুদিন আগে ফিল্মফেয়ার অনুষ্ঠানে গিয়ে রাজকে স্টাইলিশ (stylish) না বলে স্টাইলিস (stylis) বলে ফেলেন।। এছাড়া তাঁর আরও একাধিক উচ্চারণ নিয়েও চলে হাসি মশকরা। টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই সন্তানকে নিয়ে ব্যক্তিগত জীবনের সঙ্গে সমালতালে দক্ষ হাতে সামলাচ্ছেন পেশাগত জীবনও🎃। কিন্তু তার পরও ট্রোল যেন পিছু ছাড়ছে না নায়িকার। তবে এসবকে উপেক্ষা করে নিজের মতো থাকতেই পছন্দ করেন নায়িকা।
আরও পড়ুন: 'সলমনোচিত' ওপেনিং পেল🐻 না ‘সিকান্দর’! প্রথম দিন বক্স অফিসে কত আয় করল ভাইজানের ছবি?
শুভশ্রীর আগামী কাজ
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ছবিতে। আগামীতে তাঁর হাতে বেশ কিছু ছবি এবং সিরিজের কাজ আছে।𝐆 এছাড়া গরমের ছুটিতে মুক্তি পাবে তাঁর এবং দেবের ছবি ধূমকেতু। বর্তমানে অভিনেত্রীকে ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে দেখা যাচ্ছে বিচারক হিসেবে।