২০২৪ সালের গোড়ার দিকে মুক্তি পেয়েছে রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী একটি নটীর উপাখ্যান। তার কিছুদিনের মধ্যেই সৃজিত মুখোপাধ♔্যায় তাঁর আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রে ঘোষণা করেন। এবং জল্পনা সত্যি করে জানা যায় এই ছবিতে বিনোদিনীর চরিত্রে ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর চলেছে জোর চর্চা, তর্ক বিতর্ক। কিন্তু সেসব অতীত। বর্তমানে পর্দায় বিনোদিনী হয়ে উঠতে প্রস্তুতি শুরু করলেন শুভশ্রী।
আরও পড়ুন: জোর রেষারেষি ফুলকি-জগদ্ধাত্রীর মধ্যে! পরিণ𓆉ীতার ঘাড়ে নিঃশ্বাসꦅ ফেলছে পরশুরাম, বেঙ্গল টপার হল কে?
আরও পড়ুন: ছোটবেলায়🐎 যৌন হেনস্থার শিকার অঞ্জলি, রণবীরের 'বোন'কে বোঝানো হয়🐬 'বাবারা ঠোঁটে চুমু খায়'!
কী প্রস্তুতি নিচ্ছেন শুভশ্রী?
এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে রাতের শহরের আলো ঝলমল করছে নেপথ্যে আর সামনে অভিনেত্রীর হাতে ধরা আছে নটী বিনোদিনীর লেখা তাঁর আত্মজীবনী আমার কথা বইটি। অর্থাৎ এই বই পড়েই বাংলার এই কালজয়ী নটী, নাট্য সম্রা𓂃জ্ঞীকে চেনা, জানা শুরু করেছেন অভিনেত্রী। পর্দায় তাঁকে ফুটিয়ে তোলার প্রস্তুতি যে তিনি ভরপুর শুরু করে দিয়েছেন সেটা বলাই যায়।

বিনোদিনী নিয়ে বিতর্ক
বিনোদিনী একটি নটীর উপাখ্যান মুক্তি পাওয়ার পর লহ গৌরাঙ্গের নাম রে ঘোষণা হওয়ার পর রুক্মিণী একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'সৃজিত আমাকেও এই ছবিটা অফার করেছে কিছু মাস আগে। তারপর জানি না কী হল। আমায় যতদূর সৃজিত বলেছিল এটা গৌরাঙ্গকে নিয়ে। পুরো ছবিটা গৌরাঙ্গ নিয়ে, তার মধ্যে এটা একটা অংশ। কিন্ত এই যে গোটা জিনিস𝐆টা যেটা হয়েছে তাতেꦓ আমি গর্ববোধ করি। যদিও সে নবাগত এই বাংলার বুকে, তবুও আমি রাম কমল মুখোপাধ্যায়কে কুর্নিশ জানাই গত পাঁচ বছর ধরে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন সেটা, আর বলেছিলেন যে আমি যদি নারীকেন্দ্রিক ছবি বানাই তাহলে এই বাজেটেই বানাব, আর রুক্মিণীর সঙ্গেই বানাব সেটার জন্য। উনি যে সাহস দিয়েছেন, সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালক ওঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছে সেটাই তো প্রাপ্য বিনোদিনীর।' তারপরই বিতর্ক উসকে যায়। লহ গৌরাঙ্গের নাম রে ছবির সফর শুরুর দিন অভিনেত্রী জানান, 'রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই খুব মন দিয়ে কাজটা করেছে। আমার দেখা হয়নি। আমার মনে হয় এই বিতর্কটা এখানেই শেষ হোক। আর রুক্মিণী নিয়ে (ভুল করে বিনোদিনী বলতে গিয়ে নাম নেন দেব-বান্ধবীর), সরি বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গ নাম রে নয়, এটা তার থেকেও অনেক বড়।'
এই বিতর্ক প্রসঙ্গে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, 'শুভশ্রীকে বিনোদিনী কাস্ট করা হয় ২০১৯ সালে। ওই আমার প্রথমꦐ পছন্দ ছিল। বিনোদিনীর একটি স্পেসিফিক গঠন দরকার ছিল। তারপর ও সন্তানসম্ভবা হয়ে পড়ে। প্রেগন্যান্সির পর আমাদের চেষ্টা ছিল সেই গঠনে কত তাড়াতাড়ি চলে আসা যায়। সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। ভাগ্যিস হয়নি, তাহলে আমার প্রথম পছন্দকে পেতাম না। আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছেয়। আমার চিন্তাভাবনায় শুভশ্রীর থেকে ভালো বিনোদিনী কেউ নেই।'