রকি অর রানি কী প্রেম কাহানি ছবিতে বাবা ঠাকুমার ভয়ে জুজু হয়ে থাকতেন✱। বাস্তবে🍷ও কিন্তু তেমন এক ঘটনার স্বীকার হয়েছিলেন অঞ্জলি আনন্দ। ছোটবেলার সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি আজও তাড়া করে বেড়ায় রণবীর সিংয়ের পর্দার বোনকে। কিন্তু ঠিক কী ঘটেছিল?
কী জানান অঞ্জলি আনন্দ?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অতীতের, ছোটবেলার এক অন্ধ꧑কার অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী অঞ্জলি আনন্দ। সেখানেই তিনি জানিয়েছেন তিনি তাঁর নৃত্য শিক্ষকের কাছে যৌন হেনস্থার স্বীকার হয়েছিলেন।
সেই ঘটনার স্মৃতি হাতড়ে এদিন অঞ্জলি জানান তাঁর যখন মাত্র ৮ বছর বয়স তখন এক নৃত্য শিক্ষক তাঁর যৌন হেনস্থা করেন। সেই সময়ই অভিনেত্রী তাঁর বাবাকে হারিয়েছিলেন। আর তাঁর সেই মানসিক ভাবে থাকা শূন্যস্থান কায়দা করে কাজে লাগিয়ে অঞ্জলির কাছাকাছি আসেন সেই ব্যক্তি। অঞ্জলির কথায়, 'আমার তখন মাত্র ৮ বছর বয়স, আমি জানতাম না আমার কী করা উচিত ছিল। উনি এসে আমায় বলেছিলেন আমি তোর বাবা, বাবার 🐷এটাই করে। বলে আমার ঠোঁটে ঠোঁটে ধীরে ধীরে চুমু খেয়েছিল।' শুধু তাই শারীরিক ভাবে হেনস্থা নয়, মানসিক ভাবেও অঞ্জলি আনন্দকে হেনস্থা করতে থাকেন সেই ব্যক্তি। তিনি কখন চুল খোলা রাখবেন, কখন বাঁধবেন, কী পরবেন, কী নয় সব সেই নৃত্য শিক্ষক ঠিক করে দিতেন। নজর রাখতেন তাঁর ফোন এবং মেসেজের উপর। এই বিষয়ে অঞ্জলি বলেন, 'আমার ব্যক্তিগত জীবন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত। যে পোশাক পরলে আমায় আকর্ষণীয় দেখাবে না তেমন পোশাক পরাত। আমার স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকত। সবাই দেখত, অবাক হতো। আমি বুঝ💙তেই পারতাম না এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিছু।'
টানা ৬ বছর অভি💟নেত্রীর ১৪ বছর🧸 বয়স পর্যন্ত এই ট্রমা সহ্য করেন অঞ্জলি আনন্দ। অতঃপর যখন তাঁর প্রেমিক তাঁর জীবনে আসেন তখন এই ট্রমা, যন্ত্রণা থেকে বেরিয়ে আসেন ধীরে ধীরে।
আরও পড়ুন: 'শীঘ্রই আসছে...' একের পর এক চমক অহনার!🅰 কার আসার খবর দিলে𝄹ন 'মিশকা'?
সেই বিষয়ে অঞ্জলি জানান, 'আমার দিদির বিয়েতে একটি ছেলের সঙ্গে আলাপ হয়। সেই আলাপ গড়ায় প্রেমে। সে যখন আমার সঙ্গে স্বাভাবিক ভাবে 𒊎কথা বলত তখন বুঝলাম স্বাভাবিক জীবন এমন হওয়া উচিত।' সেই ছেলেটি তখন তাঁকে এই নাচের টিচারের খপ্পর থেকে অভিনেত্রীকে বেরোতে সাহা🍒য্য করেন।