সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। দিতিপ্রিয়া ওরফে অপর্ণা এবং জিতু কমল ওরফে আর্যর মিষ্টি প্রেম দেখতে বেশ ভালই লাগছে সকলের। তবে এই ধারাবাহিকের পরতে💮 পরতে রয়েছে চমক। একের♒ পর এক নতুন ভিলেনের এন্ট্রি হতে দেখা যাচ্ছে ধারাবাহিকে।
প্রথম থেকেই তন্বী লাহা রায় একটি নেগেটিভ চরিত্রে রয়েছেন। তন্বী আর্যর সেক্রেটারির ভূমিকায় অভিনয় করছেন। মনে প্রানে সে চায় অফিস এবং আর্যর বাড়ি থেকে অপর্ণা যেন চলে যায়। খুব সম্প্রতি একটি প্রোমোয় দেখা গেছে, জিতু কমলের ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন অর্কজ্যোতি পাল। এই চরিত্রটিও যে 🤪নেগেটিভ সেটা ট্রেলার দেখেই বোঝা গেছে।
আরও পড়ুন: 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতে༒ন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনি কে?
আরও পড়ুন: 'আমি বিনা পয়সায়…', মেলবোর্নে সেদিন কেন ৩ ঘণ্টা 🥀পর স্টেজে ওঠেন, এবার মুখ খুললেন নেহা
এবার দিতিপ্রিয়া ওরফে অপর্ণার জীবনে ঝড় তুলতে আসছেন আরও একজন প্রিয় নায়ক𒉰। সন্তু নামক এই চরিত্রের সঙ্গেই নাকি বিয়ে হওয়ার কথা অপর্ণার। বাবার সঙ্গে মেয়ে দেখতে আসে সন্তু। হাতে-পায়ে বাড়লেও সন্তুর শিশুসুলভ আচরণ একদম যায়নি। কখনও ললিপপ মুখে নিয়ে হাসছে আবার কখনও হবু স্ত্রীকে বসের সঙ্গে দেখে কান্নাকাটি করছে।
আপাতদৃষ্টিতে সন্তুর চরিত্র ইতিবাচক মনে হলেও আদতে কিন্তু এটি নেতিবাচক চরিত্র। একেবারেই সে সাদামাটা নয়। দিতিপ্রিয়ার জীবনে সমস্যার পাহাড় আনতে চলেছে এই চরিত্রটি। একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয় করে ঠিক কেমন লাগছে জিজ্ঞাসা করায় নিজের অভি🌠জ্ঞতা সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করলেন তন✨্ময় মজুমদার ওরফে সন্তু।
আনন্দবাজারকে সাক্ষাৎকার দিতে গিয়ে তন্ময় বলেন, ꦓ‘এর আগে এমন চরিত্র কোনওদিন অভিনয় করিনি। দারুন লাগছে এই চরিত্রে অভিনয় করতে। আপাতদৃষ্টিতে খুব সাদামাটা মনে হলেও এই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলা ভীষণ কঠিন। তবে এই ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন আমার পর্দার বাবা বুদ্ধদেব ভট্টাচার্য।’
আরও পড়ুন: ১৮ বছর পর ফের একসঙ্গে সঞ্জয🔯়-সলমন, জল্পনা উসকে কী বললেন ভাইজান?
আরও পড়ুন:🐲 ছবি মুক্তির আগেই🍎 বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
অভ🍬িনেতা আরও জানান, শেষ ৯ মাস কোনও কাজ ছিল না। অডিশন দেওয়ার পর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে সুযোগ পেয়েছেন তিনি। প্রথম থেকেই তাই নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করছেন তন্ময়। তন্ময়ের চরিত্র দেখে মানুষের প্রতিক্রিয়া যে ইতিবাচক সেটাও জানাতে ভোলেননি অভিনেতা।
প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি মানুষের কাছে জনপ্রিয় হলেও সম্প্রতি জানা গেছে এটি নাকি একটি মারাঠি ধারাবাহিকের রিমেক। আর্যই নাকি আসল ভিলেন। নিজের স্ত্রী রাজনন্দিনীকে মেরে অপর্ণাকে সে বিয়ে করবে উত্তরাধিকার পাওয়ার জন্য। সবশেষে অপর্ণা প্রতিশোধ নেবে এবং নিজের অন্যায়ের জন্য আত্মহত্যা করবে আর্য। তবে গল্প যাই হোক না কেন, ধারাবাহিকের জনপ্রিয়তা এতে বিন্দুমাত্র কম হবে না বলেই মনে করা হচ্ছে। এটি রোজ সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে দ👍েখা যায়