২০২২ সালের রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন আলিয়া ভাট। ওই একই বছর কন্যা সন্তানকে জন্ম দিয়েছিলেন তিনি। ২০২৩ সালে পেয়েছিলেﷺন জাতীয় পুরস্কার। আলিয়ার কেরিয়ারগ্রাফ যখন ঊর্ধ্বগামী, ঠিক তখনই এমন একজন নায়িকা ছিলেন যিনি মনে মনে আলিয়াকে ঈর্ষা করতেন।
আলিয়াকে যিনি ঈর্ষা করতেন তিনি আর কেউ নন, পরিবারেরই এক সদস্য। তিনি হলেন সা♔রা আলি খান। সম্প্রতি Ndtv কে দেওয়া একটি সাক্ষাৎকারে সারা জানিয়েছিলেন, আলিয়া যখন জাতীয় পুরস্কার পেয়েছিলেন, তখন তাঁর মনে হয়েছিল যে আলিয়ার জীবন একেবারে ‘সেট’। মনে মনে যে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন সা🌞রা, সে কথাও অকপটে স্বীকার করেছিলেন তিনি।
আরও পড়ুন: 'আমি বিনা পয়সায়…', মেলবোরܫ্নে সেদিন কেন ৩ ঘণ্টা পর স্টেজে ওঠেন, এবার মুখ খুললেন নেহা
আরও পড়ুন: ১৮ 𓆏বছর পর ফের একসঙ্গে সঞ্জযꦜ়-সলমন, জল্পনা উসকে কী বললেন ভাইজান?
সারা বলেছিলেন, ‘আলিয়া যখন জাতীয় পুরস্কার পেল, তখন আমার✱ মনে হয়েছিল যে ঈশ্বর ওকে সবকিছু দিয়েছে। একটি সন্তান, একজন ভালোবাসার স্বামী, সবকিছু নিয়ে ওর জীবন সেট। একই বয়স হওয়া সত্বেও ও যা উন্নতি করেছিল, তা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলাম আমি।’
সারা নিজের ভুল স্বীকার করে বলেন, ‘একজন সহকর্মী হওয়ার সুবাদে আমার যা মনেﷺ হয়েছিল তা সত্যি অমানবিক। আমার বোঝা উচিত ছিল, সাফল্য অর্জন করতে ওকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ এবং হতাশার মুখোমুখি হতে হয়েছে ওকে। একদিনে কেউ কোনও কিছু পায় না। প্রত্যেক কয়েনের দুটি দিক থাকে।’
সইফ কন্যা বলেন, ‘আ🏅মরা প্রায়শই অন্যকে দেখে ঈর্ষা করি, সবকিছু না জেনেই তার সম্পর্কে অনেক কিছু ভেবে ফেলি। আমরা যখন ইচ্ছা করি তখন শুধুমাত্র অন্যের সাফল্য দেখে তাকে হিংসা করি, তার কষ্ট বা চ্যালেঞ্জ দেখি না। ঈর্ষা মানেই অন্ধত্ব।’
আরও পড়ুন: জাভেদ-কঙ্গনা মামলায় মুখ খুললেন শাবান♐া, বললেন🦩, 'ক্ষমা চাওয়ার বিষয়টি...'
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম🅠্য💦াট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
আলিয়া প্রসঙ্গে
সম্প্রতি আলিয়া পরিচালক সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় কাজ করছেন। এই সিনেমায় রণবীর🍷 কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন তিনি। আগামী দিনে ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমাতেও কাজ করতে দেখা যাবে আলিয়াকে।
সারা প্রসঙ্গে
‘স্কাই ফোর্স’ সিনেমায় সর্বশেষ কাজ করেছেন সারা আলি খান। এই সিনেমায় অক্ষয় কুমার, বীর পাহাডꦍ়িয়া এবং নিমরত কৌরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। আগামী দিনে অনুরাগ বসে পরিচালিত মেট্রো ইন দিনো সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সারাকে। এই সিনেমায় সারার সঙ্গে অভিনয় করবেন অনুপম খের, কঙ্কনা সেন, নীনা গুপ্তা, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি এবং আদিত্য রায় কাপুর। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ জুলাই।