🌃 ছবিতে মায়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে এক খুদে। পরনে পঞ্জাবির সঙ্গে ডেনিমের জ্যাকেট। এই খুদে কিন্তু বর্তমানে টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। কাজ করেছেন বলিউডেও। দেখুন তো চিনতে পারছেন গায়ককে? আচ্ছা তাহলে হিন্ট দিই, ওঁর জন্মদিন ২৯ মার্চ। এবার পারলেন? তাও না। সদ্যই গত বছর দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়েছেন। এবার পারলেন? হ্যাঁ, ইনি হলেন অনুপম রায়।
আরও পড়ুন: 🐬‘রঘু ডাকাত’-এ ধরা দেওয়ার আগে 'গুন্ডাগিরি' অনির্বাণের! 'হুলিগানিজম' করে কী ঘটাল তাঁর দল?
অনুপম রায়ের ছোটবেলার ছবি
ꦺ২৯ মার্চ অনুপম রায়ের জন্মদিন। আর এই বিশেষ দিন উপলক্ষে তাঁর ছোটবেলার, অল্প বয়সের একাধিক ছবি দারুণ ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি ছবি এটি। আরেকটি ছবিতে কিশোর অনুপম রায়কে দেখা যাচ্ছে। কোনও একটি নদীর চরে দাঁড়িয়ে আছেন। পরনে গেঞ্জি এবং হাফ প্যান্ট।

অনুপম রায় প্রসঙ্গে
👍অনুপম রায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনেকেশন ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তিনি ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত চাকরি করেছেন। যদিও তার আগেই তিনি ২০১০ সালে অটোগ্রাফ ছবির মাধ্যমে গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে ফেলেন। শুধু তাই নয়, বিপুল ভাবে সাড়া ফেলেন। তাঁর হাত ধরেই পাল্টে যায় বাংলা সিনে জগতের গানের ধরন। একাধিক হিট উপহার দিয়েছেন অনুপম রায়। কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন। পিকু ছবির হাত ধরে তাঁর বলিউড সফর শুরু হয়। আগামীতে তাঁর সঙ্গীত পরিচালনায় আসছে কিলবিল সোসাইটি এবং আমার বস ছবির গান। ইতিমধ্যেই বেশ কিছু গান মুক্তি পেয়ে গিয়েছে ছবি দুটো দিয়ে।
ꦿব্যক্তি জীবনে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর ২০২৪ সালে মার্চ মাসের গোড়ার দিকে গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আইনি বিয়ে করেন তাঁরা।
আরও পড়ুন: 💫ঋতুপর্ণার জীবন 'প্রেসার কুকার'-এর মতো! হঠাৎ কেন এমন উপলব্ধি 'পুরাতন' অভিনেত্রীর?