সম্প্রতি উর্বশী রাউতেলা জানালেন যে তাঁর চোখে আদর্শ💟 প্রেমিক কে বা কেমন পুরুষ। শুধু তাই নয় তিনি এদিন এও জানান যে সেরা প্রেমিক হতে গেলে কোন কোন গুণ থাকা চাই। ভাবছেন কী সেই গুণ? বিশেষ কিছু না, সরি বলতে হবে। এতেই নাকি মহিলারা খুশি হয়ে যান।
ঠিক কী বলেছেন উর্বশী?
উর্বশী রাউতেলাকে আগামীতে জাট ছবিতে দেখা যাবে। বর্তমানে সেই ছবির প্রচারেই ব্ღযস্ত অভিনেত্রী। আর এই ছবির প্রচারে গিয়েই সম্পর্ক নিয়ে কথা বললেন তিনি। জানালেন সম্পর্ক টিকিয়ে রাখতে, ভালো রাখতে ছোট ছোট ব্যবহার, আচার যথেষ্ট। তিনি এদিন তাঁর গান টাচ কিয়া প্রসঙ্গে ༺IANS কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'ধন্যবাদ সবাইকে। এটা একদম সহজ জিনিস। এই দুনিয়ার যে কোনও মেয়েই চায় তার প্রেমিক তাকে সরি বলুক। আর কোনও মেয়ের কাছে ক্ষমা চেয়ে যদি তাকে খুশি করতে পারেন তাহলে জানবেন আপনি জিতে গেছেন। এই গানের লিরিক্সগুলো খুবই বাস্তবসম্মত। আমি তোমায় আমার মন দিয়ে দেব, কিন্তু তার আগে সরি বলো। আমি জানি অনেক মেয়েরাই এটার সঙ্গে মিল পাবেন।'
উর্বশী এদিন আরও বলেন♑, 'আপনি যদি সেরা প্রেমিক হতে চান বা সেরা স্বামী হতে চান তাহলে খালি ক্ষমা চান। সরি বলুন। আপনার সঙ্গীকে খুশি রাখুন। আমার বিশ্বাস এই গানটার সঙ্গে যুব সমাজ বেশ কিল পাবে। সব মেয়েই চ🐻ায় তার সঙ্গী তার কাছে ক্ষমা চাক যাই হোক না কেন।'
প্রসঙ্গত জাট ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিট📖ি। এখানেই টাচ কিয়া গানটিতে নাচতে দেখা যাবে উর্বশী রাউতেলাকে।