বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেল। আর আজ চাঁদ দেখা যাওয়ার ফলে ༺সোমবারই (৩১ মার্চ) বাংলাদেশে ইদ পালন করা হবে। রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন জানিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, বাংলাদেশের আবহাওয়া দফতর, মহাকাশ গবেষণা সংস্থার থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, সেটা অনুযায়ী রবিবার ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই নিয়ম মেনে সোমবারই ইদ পালন করা হবে। আর এবার ইদের দিন দুর্যোগের কোনও পূর্বাভাস নেই। ফলে আনন্দের মাত্রাটা কয়েকগুণ বেড়ে🐼 গিয়েছে।
তারইমধꦺ্যে ইদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ☂ ইউনুস। তিনি বলেছেন, ‘পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমি। শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অভূতপূর্ব বন্ধন তৈরি করে ইদ।'
আরও পড়ুন: Eid Special Kababs: ইদে অতিথিদের খাওয়ান এই ৬ কাবাব, স্বাদౠ𓃲ে অসাধারণ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কখন নমাজের জামাত হবে?
ইসলামিক ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইদের নমাজ প🌃াঠ করা হবে। সকাল সাতটা থেকে সকাল ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত নমাজের মোট পাঁচটি জামাতের ඣআয়োজন করা হয়েছে। প্রতিটি জামাতের ইমামতি করবেন আলাদা-আলাদা ব্যক্তি। যদি ইমাম কোনও কারণে অনুপস্থিত থাকেন, তাহলে সেই দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মৌলানা মহম্মদ জাকির হোসেন। আর কোন জামাত কখন পড়া হবে, তা দেখে নিন -
১) প্রথম জামাত: সকাল ৭ টা।
২) দ্বিতীয় জামাত: সকাল ৮ টা।
৩) তৃতীয় জামাত: সকাল ৯ টা।
৪) চতুর্থ জামাত: সকাল ১০ টা।
৫) পঞ্চম জামাত: সকাল ১০ টা ৪৫ মিনিট।
আরও পড়ুন: E🌃id Malida Recipe: কিশমিশে ভরপুর লা-জাবাব স্বাদ বরিশাল স্পেশাল মলিদ🎃ার! ট্রাই করুন ইদে, রইল রেসিপি
ঢাকায় নমাজ পড়বেন ইউনুস
তারইমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে জানানো হয়েছে যে ঢাকায় ইদ পালন করবেন ইউনুস। ইদের দিন সকাল-স𒅌কাল বাংলাদেশের জাতীয় ইদগাহ মাঠে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নমাজ পড়বেন। তারপর বিকেলে তেজগাঁওয়ে বিভিন্ন মানুষের সঙ্গে ইদ প꧙ালন করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন তাঁদের সঙ্গে।
আরও পড়ুন: Eid al fitr 2025:ܫ প্রিয়জনকে পাঠান ইদের শুভেচ্ছা, কী লিখবেন চটপট জেনে নিꩲন
ইদে নিশ্চিন্দ্র নিরাপত্তা, দাবি ঢাকা পুলিশের
সেই আবহে ঢাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার জাতীয় ইদগাহ মাঠ পরিদর্শনের পরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মহম্মদ সাজ্জাত আলি জানিয়েছেন যে ইদে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য গোয়েন্দা পুলিশ, সন্ত্রাস-বিরোধী বাহিনী মোতায়েন করা হচ্ছে। পুরো বিষয়টির উপরে নজর থাকবে বাংলাদেশ সেনাবাহিনীরও। জাতীয় ইদগাহে তো পাঁচস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থ♐াকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার।