আর চার পাঁচটা দিনের মতোই ছিল এই বাড়ির পরিবেশ। সকালে রাকেশ সাহুর বাড়িতে বাকি দিনগুলির মতোই তাঁর স্ত্রী করছিলেন পুজো। রাকেশ সাহুর মা বেরিয়েছিলেন রাস্তায় একটু হাঁটতে। বাচ্চারা তাদের আত্মীয়ের বাড়ি গিয়েছিল। এমন সময় বাড়๊ির সদর গেট ছিল খোলা। আর সেই সুযোগেই এক গরু ও এক ষাঁড় ঢুকে পড়ে সোনা বাড়িতে। বাড়িতে এসেই ꧅বেডরুমে ঢুকে যায় তারা।
শুধু কি বেডরু♊মে ঢুকেই তারা খান্ত হয়েছে? তা নয়। এক ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই গরু, ষাঁড়রা বেডরুমের বিছানার ওপর উ𒊎ঠে পড়েছে। ভয়াবহ ঘটনার মাঝে, আতঙ্কে বাড়ির গিন্নি ঢুকে পড়েন কাপবোর্ডের ভিতর। ততক্ষণে বাড়িতে চিল চিৎকার। প্রায় কাকপক্ষী বসার উপায় নেই। অন্যদিকে হুলুস্থুলু শুনে আশপাশে বাড়ি থেকে অনেকেই ছুটে আসেন।
ফরিদাবাদের এই ঘটনায় তখন চাঞ্চল্য। এদিকে, বাড়িতে প্রবেশ করা গরু, ষাঁড়কে কিছুতেই বের করা যাচ্ছে না। ততক্ষণে কেউ জল নিয়ে এসে ছিটাতে থাকেন, কেই বা শব্দ করতে থাকেন জোরোে জোরে। অনেক চেষ্টা করা হয় তাদের বাড়ি থেকে বের করতে, তবে তাতে আমল দেয়নি বাড়িতে আসা দুই প্রাণী। তারাও পাল্টা জোরে জোরে শব্দ করতে থাকে মুখে। পরিস্থিতি কোনদিকে যাবে কিচ্ছু ঠাওরানো যাচ্ছিল না। শেষে ২ ঘণ্টার তুমুল শোরগোলের পর নিজেরাই এক এক করে বেরিয়ে যায়।ঘটনার ভিডিয়ো-ও সদ্য💧 প্রকাশ্যে আসে।