চিনে গিয়ে ভারতের উত্তর পূর্বের ৭ রাজ🌳্য নিয়ে একটি মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তা নিয়ে সদ্য ঢাকা সাফাইও দিয়েছে। এদিকে, ইউনুসের সেই মন্তব্যের 'পাল্টা' হিসাবে কার্যত কৌশলী মেজাজে জোরালো জবাব দিয়েছে দিল্লি। ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর এদিন সেভেন সিস্টার্স নিয়ে এক বক্তব্য পেশ করেছেন। বিমস্টেক ঘিরে জয়শংকরের সেই বার্তা ভারত-বাংলাদেশ কূটনীতিতে বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।
ব্যাঙ্ককে রয়েছে ‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপরেশন’ (BIMSTEC)। সেই সম্মেলনে যোগ দিতে ෴ব্যাঙ্কক রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে থাকতে চলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আর এই দুই রাষ্ট্রনেতার বৈঠক নিয়ে খুবই আশাবাদী বাংলাদেশ। এদিকে, সদ্য চিন সফরে গিয়েছিলেন ইউনুস। সেখানে তিনি বাংলাদ𒁃েশের ব্যবসায়িক আলোচনায় একটি মন্তব্য করেন। যে মন্তব্যে তিনি দাবি করেন, ভারতের উত্তর পূর্বের ৭ রাজ্য স্থলভাগ পরিবেষ্টিত, ফলত এলাকার ‘সাগর পর্যন্ত যাওয়ার রাস্তা তাদের নেই’। এমন দাবি করে তিনি চিনের কাছে বলেন, এলাকায় বাংলাদেশই ‘সাগরের একমাত্র অভিভাবক’। ঢাকার দাবি, তাদের প্রধান উপদেষ্টা সম্পূর্ণ সৎ উদ্দেশ্যে এ কথা বলেছেন। ঢাকার তরফে,ড. খলিলুর রহমান বলেন, এখন যদি কেউ অন্য কোন ব্যাখ্যা দেন তাহলে তো কিছু করার নেই।
( Modi at BIMSTEC:মোদী-ইউনুস বৈঠক হতে প💮ারে!আশায় ঢাকা, বি🍰মস্টেকের জন্য রওনার আগে কোন কোন মিটিং নিয়ে পোস্ট PMর?)