ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তির আওতায় ভারতে পরমাণু চুল্লি নির্মাণ ও নকশা প্রণয়নের ঐতিহাসিক অনুমোদন পেয়েছে একটি মার্কিন কোম্পানি। গত ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জি (ডিওই) থেকে এই অনুমোদন পেয়েছে হলটেক ইন্টারন্যাশনাল। হলটেককে ভারতের তিনটি সংস্থায় (হলটেক এশিয়া, টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড) অপ্রশিক্ষিত ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) প্রযুক্তি হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। হলটেক ইন্টারন্যাশনালের মালিক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি ক্রিস পি সিং। এটি ২০১০ সাল থেকে পুণেতে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং গুজরাটে একটি উৎপাদন ইউনিট স্থাপন করেছে। (আরও পড়ুন:🔯 'বাংলাদেশি সেনা প্রধানের বলেন...', প্রতিবেশী দেশ নিয়ে বড় দাবি ভারতের)
আরও পড়ুন: ꧒বড় পদক্ষেপ মায়ানমারের বিদ্রোহীদের, অপারেশন ব্রহ্মার জন্যে প্রস্তুত ভারতীয় সেনা
উল্লেখ্য, ২০০৫ সালের জুলাই মাসে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য এক পরিকল্পনার ছক কষেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডাব্লু বুশ। পরে ২০০৮ সালে ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও বেশ কিছু নিয়ন্ত্রক বিধি নিষেধের কারণে ভারতকে মার্কিন পরমাণু চুল্লি সরবরাহের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। (আরও পড়ুন: 🌜কলকাতায় ছুটতে শুরু করল নতুন ২টি চিনা ডালিয়ান রেক, কোন রুটে চালু এই মেট্রো?)
আরও পড়ুন: ꦐতিন বন্ধুর সমকামী সম্পর্কে বাধা, স্ত্রীকে খুন স্বামীর, সাহায্য দুই পার্টনারের
তবে সেই সব জটিলতা কেটেছে। ভারতে পরমাণু রিঅ্যাক্টর তৈরি করার জন্যে আমেরিকার অনুমোদন পেয়েছে মার্কিন সংস্থা। এর ফলে পরমাণু শক্তি ক্ষেত্রে নতুন বিপ্লব দেখতে পাবে ভারত। নতুন, নিরাপদ এবং কার্যকর পারমাণবিক চুল্লি প্রযুক্তি দেশকে উপকৃত করতে পারে। এর আগে বাজেট ঘোষণার সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘পরমাণু শক্তি মিশন’ গড়ার কথা ঘোষণা করেছিলেন। সঙ্গে বাজেট প্রস্তাব পড়ার সময়ে ভারতের এই পারমাণবিক শক্তি আইন এবং পারমাণবিক দায়বদ্ধতা আইন (সিএলএনডিএ) সংশোধনের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। উল্লেখ্য, আগের চুক্তি অনুযায়ী, দ্বিপাক্ষিক অসামরিক পরমাণু প্রকল্প শুরু হওয়ার বহু বছর পরেও যদি দুর্ঘটনা ঘটে, তা হলেও বিনিয়োগকারী বিদেশি সংস্থাকে ক্ষতিপূরণ দিতে হবে। তাই সেই চুক্তি থেকে পিছিয়ে গিয়েছিল আমেরিকা। তবে সম্প্রতি মার্কিন সফরে পারমাণবিক শক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (আরও পড়ুন: 🧜FSB-র সদর দফতরের কাছে বিস্ফোরণ পুতিনের ২৭৫০০০ পাউন্ডের গাড়িতে: ভিডিয়ো)
আরও পড়ুন: 🌞মার্কিন মুলুকে বাড়িতে ভেঙে পড়ল আস্ত বিমান, মৃত সব যাত্রী
🃏এদিকে হলটেকের এসএমআর-৩০০ ডিজাইনটি মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি বিভাগের অ্যাডভান্সড রিঅ্যাক্টর ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম দ্বারা সমর্থিত। ছোট রিঅ্যাক্টর নির্মাণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এছাড়াও, হলটেকের গুজরাটে একটি অ-পারমাণবিক উৎপাদন ইউনিট রয়েছে। প্রস্তাবিত নির্মাণ পরিকল্পনা অনুমোদিত হলে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করতে পারে।