বাংলায় তাও শূন্য ছিল। দিল্লিতে তো মাইনাসে চলে গেল বামেরা। দিল্লি বিধানসভা নির্বাচনে বামেদের নোটাকে ‘হারানো’-র তো দূর অস্ত, অর্ধেক ভোট পাওয়ারও সৌভাগ্য হয়নি। নির্বাচন কমিশনে✨র তথ্য অনুযায়ী, যে ছ'টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা, সেখানে লালপার্টির ঝুলিতে ২,২৬৫ ভোট এসেছে। আর নোটার পক্ষে পড়েছে ৫,৬২৭ ভোট। শতাংশের নিরিখে বিচার করলে নোটার তুলনায় বামেরা ৬০ শতাংশের মতো কম ভোট পেয়েছে। শতাংশের নিরিখে ০.০১ শতাংশ ভোট পেয়েছে সিপিআইএম। সিপিআইয়ের প্রাপ্ত ভোট হল ০.০১ শতাংশ। ০.৫৭ শতাংশ ভোট গিয়েছে নোটার ঝুলিতে।
কারাওয়াল নগরে ৪৫৭ ভোট পেয়েছে সিপিআইএম!
যে এলাকায় ২০২০ সালে দিল্লি হিংসার সবথেকে বেশি প্রভাব পড়েছিল, সেই কারাওয়াল নগরে সিপিআইএমের টিকিটে লড়াই করেছিলেন আইনজীবী অশোক আগরওয়াল। মাত্র ৪৫৭ ভোট পেয়েছেন। সেখানে নোটার প𓃲ক্ষে ৭০৯ ভোট পড়েছে। জয়ী বিজেপি প্রার্থী কপিল মিশ্রের পꦅ্রাপ্ত ভোট হল ১,০৭,৩৬৭।
বদরপুরে তো আরও শোচনীয় অবস্থা
বদর🧔পুরের সিপ🗹িআইএম প্রার্থী জগদীশ চন্দের তো অবস্থা আরও শোচনীয়। মোটে ৩৬৭ ভোট পেয়েছেন। ৯১৫ ভোট পেয়ে বামেদের ‘হারিয়ে’ দিয়েছে নোটা। জয়ী প্রার্থী রাম সিং নেতাজি (আম আদমি পার্টি তথা আপ প্রার্থী) ১,১২,৯৯১ ভোট পেয়েছেন।
লাল পুরোপুরি ফিকে বিকাশপুরিতেও
বিকাশপཧুরিতে আবার সিপিআইএয়ের টিকিটে দাঁড়িয়েছিলেন শেজো ভার্গিস। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬৮৭ ভোট পেয়েছ🍎েন ভার্গিস। নোটায় ভোট পড়েছে ১,৪৬০টি। সেখানে জয়ী প্রার্থী পঙ্কজ কুমার সিং ১,৩৫,৫৬৪ ভোট পেয়েছেন।
পালামেও পাত্তা পায়নি লাল ব্রিগেড
নির্বাচন কমিশনের♏ তথ্য অনুযায়ী, পালাম বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইয়ের টিকিটে দাঁড়িয়েছিলেন দিলীপ কুমার। সেখান থেকে বিজেপি প্রার্থী কুলদীপ সোলাঙ্কি জিতেছেন। তা♛ঁর প্রাপ্ত ভোট ৮২,০৪৬। বামেরা কুলদীপের কাছে হেরেছে। নোটার কাছেও পরাজিত হয়েছে। নোটায় পড়েছে ১,১১৯ ভোট। বামপ্রার্থী ৩২৬ ভোট পেয়েছেন।
নারেলায় জুটেছে মোট ৩২৮ ভোট
নারেলায় বামেদের প্রতিনিধি ছিলেন সিপিআই (এমএল) প্💟রার্থী অনিল কুমার সিং। তাঁর কপালে জুটেছে ৩২৮ ভোট। সেখানে নোটা ৯৮১ ভোট পেয়েছে। সেখানে জয়ী প্রার্থী রাজ করণ খাতরি ৮৭,২১৫ ভোট পেয়েছেন। যিনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন।
কোনওক্রমে ১০০ ভোট জুটেছে কোণ্ডলিতে
আবার কোণ্ডলি♐ বিধানসভা কেন্দ্রে সিপিআইএমএলের টিকিটে লড়াই করেছিলেন অমরজিৎ প্রসাদ। তাঁর কপালে জুটেছে মাত্র ১০০ ভোট। আর কোনও প্রার্থীকে পছন্দ না হওয়ায় ꦏনোটায় ভোট দিয়েছেন ৭৭৬ জন। সেখানে জয়ী আপ প্রার্থী কুলদীপ কুমার পেয়েছেন ৬১,৭৯২ ভোট।