এবার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু করা হবে সহকার ট্যাক্সি। নতুন ট্যাক্সি সার্ভিস। ওলা, উবের, Rapido'র সঙ্গে পাল্লা দিতে এবার আসছে নতুন এই ট্যাক্সি সার্ভিস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শ♎াহ পার্লামেন্টে একথা জানিয়েছেন। সহকার ট্যাক্সির মাধ্য়মে দু চাকা ট্যাক্সি, অটো রিকশা, চারচাকা ট্যাক্সি দেশজুড়ে রেজিস্টার করা হবে। এর মাধ্যমে চালকদের বড় কোম্পানিকে তাদের লাভের ꦛঅংশ শেয়ার করতে হবে না। তাঁরা সরাসরি আয় করতে পারবেন।
অর্থাৎ বড় কোম্পানির আওতায় যে ট্যাক্সিগুলি রয়েছে সেক্ষেত্রে চালকরা দিনরাত পরিশ্রম করেও তাঁদের আয়ের একটা বড় অংশ সংশ্লিষ্ট কোম্পানিকে দিয়ে দিতে হয়। এবার চালকরাই সরাসরি লাভের অংশ নিজের🤪াই পাবেন। এর মাধ্যমে তাঁদের আয় বাড়বে।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এবার এই ধরনের ট্যাক্সি চালিয়ে যে লাভ হবে তা কোনও বড় শিল্পপতির কাছে যাবে না।🐭 এটা সরাসরি সংশ্লিষ্ট গাড়ির চালকের কাছে চলে যাবে। গোটা দেশ জুড়েই এই সহকার ট্যাক্সি চলবে। আগামী মাসেই এই ধরনের ট্যাক্সি চলে আসবে।
সেই সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্য়েই এটা বৃহত্তম প্রাইভেট সেক্টর বিমা কোম্পানি হয়ে যাবে। টাইমস অফ ইন𝓀্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
এবার প্রশ্ন