হাসপাতালে ভর্তি করা হল রাজা তৃতীয় চার্লসকে। বাকিংহ্যাম প্যালেস সূত্রে জানানো হয়েছে, রাজা তৃতীয় চার্লসের ক্যানসার চিকিৎসা ঘিরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে হ🔥াসপাতালে। এদিকে, হাসপাতালে ভর্তি হওয়ার ফলে♕ বৃহস্পতিবার ও শুক্রবার রাজা চার্লসের যা যা কর্মসূচি ছিল, তা বাতিল করা হয়েছে।
বাকিংহ্যাম প্যালেসের তরফে জানানো হয়েছে,' আজ সকালে ক্যান্সারের নির্ধারিত এবং চলমান চিকিৎসার পর, রাজ꧋া অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন যার জন্য হাসপাতালে অল্প সময়ের জন্য পর্যবেক্ষণের প্রয়োজন হয়।' বাকিংহ্যাম 𝓀প্যালেসের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘ঘটনার জেরে মহামান্যের বিকেলের দিকের যাবতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে।’ জানা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজা তৃতীয় চার্লসকে ঘিরে সতর্কতামূলক পরিস্থিতির জেরে, তাঁর শুক্রবারের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।
( Immigration bill 20꧃25:‘দেশের নিরাপত্তার জন্য যাঁরা ঝুঁকিপূর্ণ…’, কী বললেন শাহ? লোকসভায় পাশ অভিবাসন বিল)
( Kathua Encounter Update: জম্মু ও কাশ্মীরের🌼 কাঠুয়ায় রুদ্ধশ্বাস গুলিযুদ্ধ! নিহত ২ জ꧋ঙ্গি, শহিদ ৩ পুলিশকর্মী)
সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, ক্যানসার চিকিৎসার কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছেন রাজা চার্লস। উল্লেখ করা হচ্ছে, এটি তাঁর আরোগ্যলাভের পথে খুবই সামান্য বাধা। জানা যাচ্ছে, নিজের বাসভবনে রাজা তৃতীয় চার্লসকে ভালো অবস্থাতেই দেখা গিয়েছে। ৭৮ বছর বয়সী চার্লস নিজের মতো করে বাসভবনে নানান নথি নিয়ে কাজ করছিলেন, নিজের স্টাডি রুম থেকে বেশ কয়েকটি ফোনও করেছেন তিনি। সেটিও পরিলক্ষিত হয়েছে। এমনই দাবি করছে পিএ নিউজ এজেন্সি। উল্লেখ্য, ২০২২ সালে ব্রিটেনের রাজপদে অধিষ্ঠীত হন চার্লস। রাজা হিসাবে অভিষেক হয় তাঁর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর। তার আগে পর্যন্ত তাঁর মা রানি দ্বিতীয় ℱএলিজাবেথ সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান হিসাবে অধিষ্ঠীত ছিলেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লস বসেন ইংল্যান্ডের এই রাজ পরিবারের সর্বোচ্চ পদে। এদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার, রাজা তৃতীয় চার্লস বহু সমস্ত কর্মসূচিতে যোগ দিতে না পারার জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছে বাকিংহ্যাম প্যালেস। প্রসঙ্গত, বহুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত চার্লস। তবে তাঁর কী ধরনের ক্যানসারের চিকিৎসা চলছে, তা জানানো হয়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নিজের ক্যানসার চিকিৎসার কথা সর্বসমক্ষে আনেন রাজা তৃৃতীয় চার্লস।