🐲 এবারের আইপিএলের শুরু থেকেই অধিকাংশ ম্যাচে বড় রান উঠছে। কেকেআর বনাম আরসিবির এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ১৬.২ ওভারে যখন ১৭৭ রান উঠে গেছিল সেকন্ড ইনিংসে, তখনই অনুমান করা গেছিল এবারের আইপিএলও হবে হাইস্কোরিং। গতবারের আইপিএলের মতোই এবারও সেই ট্রেন্ড বজায় থেকেছে, আর এই পরিস্থিতিতেই এবার বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা রবিচন্দ্রন অশ্বিন।
বোলারদের নিয়ে বড় মন্তব্য অশ্বিনের
ꦜসিএসকের এই স্পিনার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। অর্থাৎ তিনি নিজের অভিজ্ঞতা এবং চিদাম্বরম স্টেডিয়ামের পিচ কাজে লাগিয়েই ভালোই বোলিং করেছিলেন, তবে অধিকাংশ বোলারই তা পারছেন না। তাই আইপিএলের ফ্ল্যাট পিচ এবং ইম্প্যাক্ট প্লেয়ার রুল দেখে অশ্বিন আশঙ্কা করছেন, কিছুদিন পর হয়ত বোলাররা ডিপ্রেশনে ভুগবেন, তাঁদের মনোবিদের প্রয়োজন হতে পারে।
শুরুতেই সানরাইজার্স এবারের সর্বোচ্চ স্কোর করেছে
🌟সানরাইজার্স দল গতবারের মতো এবারেও প্রথম ম্যাচে খেলতে নেমেই ২৮৬ রান তুলে দিয়েছে, রাজস্থানের বোলারদের কার্যত নাভিশ্বাস তুলে দিয়েছিল তাঁরা। মনে রাখতে হবে, রাজস্থানে কিন্তু জোফ্রা আর্চার, ফজলহক ফারুকি, মাহিশ থিকসানার মতো তিনজন বিদেশি বোলার ছিলেন, তাও তাঁরা রক্ষা পাননি হেড, কিষান, ক্লাসেনদের হাত থেকে। এরপর পঞ্জাবের জার্সিতে চাহাল- স্টইনিস, ওমারজাইরাও গুজরাটের বিরুদ্ধে অনেকটা রান দিয়েছিলেন।
বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে
🎉এসব দেখেই রবিচন্দ্রন অশ্বিন নিজের বন্ধু এবং ক্রিকেট বিশেষজ্ঞ প্রশান্ত আগোরামকে এক সাক্ষাৎকারে বলছেন, ‘অনেকে বলছে বোলাররা হয়ত রক্ষণাত্মক ভূমিকা নিচ্ছে, কিন্তু আমার মনে হয় আর কদিন পর বোলারদের একজন করে মনোবিদ নিয়েই ঘুরতে হবে। আমি এই কথাটা মন থেকে বলছি। কারণ কিছু কিছু উইকেটে বোলিং করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ’। শুক্রবার আরসিবির পরের ম্যাচ সিএসকের সঙ্গে।
ফুল টস বোলিং করাও অনেক ভালো
ꦏএরপর গুজরাট ম্যাচে সাই সুদর্শনকে করা চাহালের ফুল টস নিয়ে অশ্বিন বলেন, 'অনেকে বলছে সুদর্শনকে কেন চাহাল ফুল টস বোলিং করছিল, আমি একটা কথা বলতে চাই। এখানে বুঝতে হবে, কিছু কিছু পিচে বল যদি ফুল টস দেওয়া হয় সেটাও ব্যাটারদের পক্ষে কঠিন হয়। কারণ অনেক সময় দেখা যায়, পিচে বল পড়লে সেই বল ব্যাটারদের কাছে খুবই ভালোভাবে ব্যাটে আসছে, তাই তখন বাধ্য হয়েই ফুল টস বোলিং করতে হয়। তাই সব ক্ষেত্রে ফুল টস বল কিন্তু খারাপ বোলিং নয়। আমরা ছোটবেলায় ভাবতাম ফুল টস বলে মারা সহজ, কিন্তু কিছুক্ষেত্রে বল ড্রপ খেয়ে এলে সেটা হিট করা ব্য়াটারদের আরও সহজ হয়ে যায় '।