বহুদিন পর ফের বড় পর্দায় ফিরছ🍨েন রাতুল শঙ্কর। এবার তাঁকে দেখা যাবে ইশা সাহার সঙ্গে। নববর্ষের ঠিক পরপরই মুক্তি পাচ্ছে তাঁদের ছবি চেক ইন চেক আউট। আর তার আগে এদিন মুক্তি পেল ছবি গান, বহু দূরে।
আরও পড়ুন: চিরꦉদিনই তুমি যে আমার-এ নায়কই আসলে ভিলেন! নেটপাড়ায় গল্প ফাঁস হতেই তেলেবেগুনে জ্বলে উঠল দর্শকরা
চেক ইন চেক আউট ছবির প্রথম গান
চেক ইন চেক আউট ছবিটির টিজারের পর এদিন প্রকাশ্যে এল ছবির গান বহু দূরে। আদিত্য কালবে এবং মালিনী বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গানটিতে উঠে এসেছে সম্পর্কের নানা রঙের কথা, রাগ, অভিমান থেকে টানাপোড়েন, ছেড়ে আসা সবটার কথা। আর এই বাংলা গানের সঙ্গেই জড়িয়ে রয়েছে সুদূর মুম্বইবাসী⛎ তথা বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গায়ক জুটি সেলিম সুলেমানের নাম। তাঁদের লেবেল মার্চেন্ট রেকর্ডসের মাধ্যমেই মুক্তি পেল এই গানটি। গানটি কম্পোজ করেছেন সায়ন।
বহু দূরে গানটি প্রসঙ্গে ছবির পরিচালক সত্রাজিৎ সেন বলেছেন, 'গানটির মধ্যে একটা দূরত্ব, একটা চলে যাওয়ার দুঃখ আছে। আমার সব ছবিতেই আমি নতুন প্রতিভাদের নিয়ে কাজ করতে পছন্দ করি। চেক ইন চেক আউট-এও অনেক নতুন শিল্পীদের দেখা যাবে। আশা করছি আমাদের দর্শকদের পছন্দ হবে এই গান।' অন্যদিকে এই ছবির প্রযোজক মেঘদূত রায়চৌধুরী জানিয়েছেন, 'এই চেক ইন চেক আউট-এর মাধ্যমে আমার প্রযোজক এবং অভিনেতা হিসেবে আত্মপཧ্রকাশ হতে চলেছে। অভিজ্ঞতা বলতে আমি সব কিছুই নতুন করে শেখার চেষ্টা করেছি। পাশে পেয়েছি সত্রাজিৎ সেনের মতো একজন গুণী মানুষকে। চেক ইন চেক আউ🌱ট আমাদের প্রিয় শহর কলকাতার আতিথিয়তা নিয়ে একটি গল্প। আশা করি মানুষের ভালোবাসা পাবে আমাদের এই সিনেমা।'
চেক ইন চেক আউট প্রসঙ্গে
আগামী ১৮ এপ্রিল মুক্ত𓄧ি পাবে চেক ইন চেক আউট। এই ছবিতে ইশা এবং রাতুল ছাড়াও থাকবেন আরিয়ান ভৌমিক, অনুরাধা মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ।