কেরলে ভয়ঙ্কর ঘটনা। সরকারি আবাসন থেকে উদ্ধার হল এক আমলা এবং তাঁর পরিবারের সদস্যদের পচাগলা দেহ। ওই সরকারি অমলার নাম মণীশ বিজয়। তিনি কেন্দ্রীয় আবগারি ও জিএসটির একজন অꦉতিরিক্ত কমিশনার ছিলেন। বৃহস্পতিবার কোচিতে সরকারি কোয়ার্টার থেকে ওই আমলা এবং তাঁর মা ও দিদির মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: মায়ের পচাগলা দেহ আগলে রেখেছিল ছেলে, উদ্ধারের ꦯকিছুক্ষণ পরেই মৃত্যু হল সেই যুবকের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার দিনের ছুটিতে ছিলেন ওই কর্মকর্তা। ছুটি শেষ হয়ে যাওয়ার পরেও তিনি কাজে যোগ না দেওয়ায় তাঁর সহকর্মীরা ওই কোয়ার্টারে যান। তখনই তাঁꦰর এবং পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি সামনে আসে। সহকর্মীরা সেখানে গিয়ে তীব্র দুর্গন্ধ পান। তখন খবর দেন পুলিশে। পরে পুলিশ গিয়ে আমলা এবং তাঁর পরিবারের সদস্যদের মৃতদেহ দেখতে পায়।
জানা গিয়েছে, মণীশ এবং তাঁর বোন শালি💃নীর দেহ আলাদা ঘর থেকে উদ্ধার হয়। এদিকে, তাঁদের মা শকুন্তলাকে বিছানায় মৃত অꦰবস্থায় পাওয়া গিয়েছে। বৃদ্ধার দেহ সাদা কাপড়ে মোড়ানো ছিল। আর তাঁর পাশে রাখা ছিল ফুল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রথমে শকুন্তলা দেবীর মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে তাঁকে হত্যা করার পর দুই ভাই-বোন মিলে আত্মহত্যা করেন।