বাংলাদেশে ℱবর্তমানে অন্তর্বর্তী সরকারের জমানা চলছে। তারই প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তবে অনেকেরই মনে প্রশ্ন এই সরকার তো ভোটে জিতে আসেনি। সেক্ষেত্রে ভোটে জিতে তবে সরকার আসবে বাংলাদেশে?
সেক্ষেত্রে সবার আগে প্রশ্ন কবে ভোট হবে বাংলাদেশে?
এবার এনিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছ𒅌েন বাংলাদেশের অন্🎃তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম।
কালไের কণ্ঠ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিনি জানিয়েছেন বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইন💖 শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন ছিল। সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে।
ত♉িনি জানিয়েছেন, পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত।
তিনি বলেন, যদিও স্যার( প্রধান উপদেষ্টা) বলেন আমরা এখনও এ💟কটা যুদ্ধ অবস্থায় আছি,তবে আম🎀রা মনে করি অগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে একটা বড় উত্তোরণ হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্যারের কথা হচ্ছে রাজনৈতিক দলগুলি যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বর𝔉ে নির্বাচন। নতুবা এটা ২০২৬ স﷽ালের ৩০শে জুনের মধ্য়ে যে কোনও সময় হতে পারে। সেটা ফেব্রুয়ারি নাকি মার্চে হতে পারে, এটি দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যাবে।
সেই সঙ্গেই তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ভোটের আয়োজন💃 করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলে ইসির পক্ষ 🥂থেকে জানানো হচ্ছে।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যেখানেই যাচ্ছেন সেখানে নতুন বাংলাদেশের কথা বলছেন। সেসব দেশ♈ের লিডার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন। কারণ তারাই তো এস🥀ে বিনিয়োগ করেন। যেসব জায়গায় উনি গিয়েছেন প্রত্যেক জায়গায় ওনার মেসেজ হল বাংলাদেশ রেডি ফর বিজনেস। তোমরা এসো বিনিয়োগ করো।
আগামী দিনে বাংলাদেশকে ঘিরে স্বপ্নের কথা বলেন তিনি। প্রেসসচিব বলেন, আমি মনে করি দেশটা একদিন অনেক বড় হবে। আগামী ২০ থেকে ৪০ বছౠরের মধ্যে বিশ্বের একটা ধনী দেশ হবে খুব সমৃদ্ধ একটা সভ্যতার অংশ হবে বাংলাদেশ।
মূলত ইদ উপলক🐭্ষ্যে বাংলাদেশের বেসরকারি টিভি নিউজ টয়েন্টিফোরের গল্পের ইদ অনুষ্ঠানে খোলামেলা আলোচনায় অংশ নে📖ন বাংলাদেসের প্রেস সচিব শফিকুল আলম।
তবে এবার প্রশ্ন আগামী বছর ভোট হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কার্যত মহম্মদ ইউনুসের কথা উল্লেখ করেই বড় ইঙ্গিত দিয়েছেন তিনি। সেক্ষেত্রে রা🔜জনৈতিক দল বলতে কি তিনি হাসিনার রাজনৈতিক দলের কথাও ব༺লছেন? সেটা অবশ্য় জানা যায়নি।