রাজনীতির আঙিনায় ভীষণ চেনা মুখ তিনি। অগুনতি ফলোয়ার তাঁর। তাঁর কথার গুনে মুগ্ধ বহু মান🗹ুষ। রাজনীতির আঙিনা টপকে বিনোদন জগতে পা রেখেছেন আগেই। এবার একদম নতুন রূপে দেখা যেতে চলেছে শতরূপ ঘোষকে। পরিচালকের পর এবার অভিনেতার ভূমিকায় দেখা যাবে বাম নেতাকে। তবে কোন ছবিতে? সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি কিলবিল সোসাইটি ছবিতে অভিনেতা হিসেবে দেখা যাবে।
সৃজিতের ছবিতে শতরূপ
জানা গিয়েছে শতরূপ ঘোষ সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি ছবিটিতে অভিনেতা হিসেবে ধরা দেবেন। তবে না, অন্য কোনও চরিত্রে নয়, বরং নিজের আসল পরিচয়েই দেখা যাবে তাঁকে। টিভি ৯ এর একটি রিপোর্টে জানানো হয়েছে কিলবিল সোসাইটির একটি দৃশ্যে দেখানো হবে যে একটি নিউজ চ্যানেলে যেমন আলোচনার প্যানেল বসে তেমনই একটি প্যানেলের আলোচনা দেখাꦫ যাবে। সেখানেই একটি বিশিষ্ট ব্যক্তি হিসেবে দেখা মিলবে তাঁর। অর্থাৎ বাস্তবেও যেমন তাঁকে আকছা😼র বিভিন্ন আলোচনায় দেখা যায় ছবিতেও তেমন ভাবেই দেখা যাবে। বলাই বাহুল্য বন্ধু সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই টলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে তাঁর।
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভা🔜লো, অভিনেতা হিসেবে কিলবিল সোসাইটিতে ধরা দিলেও শতরূপের কিন্তু পরিচালক হিসেবে হাতেখড়ি হয়ে গিয়েছে। তরুণ মজুমদারকে নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছেন তিনি। মনে করা হ🦩চ্ছে শীঘ্রই মুক্তি পাবে সেই তথ্যচিত্র।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো কেবল, শতরূপ নন। আরেক বাম অভিনেত্রী দীপ্সিতা ধরও কিন্তু একটি হিন্দি ওয়েব সি🐼রিজে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছ♊েন। সেখানে একটি দৃশ্যে তাঁকে নেত্রী হিসেবেই দেখা গিয়েছে।
আরও পড়ুন: রটেছিল ইন্দ্রনীলের সঙ্গে প্রেমඣের গুঞ্জন, ভুয়ো খবরে জেরবা💟র ইশা কোন সিদ্ধান্ত নিলেন?
কিলবিল সোসাইটি প্রসঙ্গে
কিলবিল সোসাইটি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। এছাড়া থাকবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু প্রমুখ। এই ছবিতে আনন্দ কর ওরফে পরমব্রতকে দেখা যাবে মৃত্যুঞ্জয়ের চরিত্রের। সে যেন এবার মৃত্যুর দূত। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। সঙ্গীত পরিচালনাꦫর দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য।