বাইডেন জমানায় আফগানিস্তানকে তালিবানের হাতে ফেলে আমেরিকা চলে গিয়েছিল। তবে এবার ডোনাল্ড ট্রাম্প বললেন, আমেরিকা ফের আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা করছে। তাঁর কথায়, 'জো বাইডেন ছেড়ে দিয়েছিলেন... আমার মনে হয়, আমাদের ফেরত নেওয়া উচিত।' ২০২১ সালের ৩০ অগস্ট, 'সময়সীমা' শেষ হওয়ার একদিন আগেই আফগানিস্তান পুরোপুরি ছেড়ে বিদায় নেয় আমেরিকা। নিজের দেশের প্রায় ২০০ নাগরিককে পিছনে ফেলে দিয়ে আফগানিস্তান ছাড়ে আমেরিকার সেনা। এর সঙ্গে অবসান ঘটে ২০ বছরের দীর্ঘ যুদ্ধের। (আরও পড়ুন: U♔SA-কে ধন্যবাদের বন্যায় ভাসালে🌃ন জেলেনস্কি, ঝামেলায় কি 'হার' হল ট্রাম্পের?)
আরও পড়ুন: অ্যাশলের পাশাপাশি শিভন! আরও একবার বাবা হলেন ইলন? কটা সন্তান মাস্কে⛎র?
এই আবহে আফগানিস্তান নিয়ে ট্রাম্প বলেন, 'আমরা কয়েক বছর ধরে কয়েক কোটি ডলার দিয়েছিলাম আফগানিস্তানকে। সেই হিসেব কেউ জানে না। এরপরও আমরা এত সব যুদ্ধ সরঞ্জাম সেখানে ফেলে রেখে চলে এসেছি। আমি প্রেসিডেন্ট থাকলে এমনটা হত না। আমার প্রেসিডেন্সিতেই আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা কমিয়ে ৫ হাজার করা হয়েছিল। তবে আমি বাগরাম বিমান ঘাঁটি রাখতাম মার্কিন নিয়ন্ত্রণে। আফগানিস্তানের জন্যে নয়, চিনের জন্যে। সেই বিমান ঘাঁটির থেকে এক ঘণ্টা দূরের স্থানেই চিন তাদের পরমাণু অস্ত্র তৈরি করে। বিশ্বের অন্যতম বড় বিমান ঘাঁটি ছিল বাগরাম। এখন চিন সেটা দখল করে বসে আছে।' (আরও পড়ুন: নাহিদদের দলের আত্মপ্রকাশের মঞ্চের স্ক্রিনে হঠাৎ ফুটে উঠল হাসিনার ছবি, তার🍸পর…)
আরও পড়ুন: অনুপ্রবেশের✱ চেষ্টা ২০ পাচারকারীর, সংঘর্ষ সীমান্তে, জখ𒆙ম BSF, গুলিবিদ্ধ বাংলাদেশি
এদিকে ২০২১ সালে মার্কিন সেনা কাবুল ছাড়তেই তালিবানি উল্লাসের সাক্ষী থাকে আফগান রাজধানী। শূন্যে গুলি চালানোর পাশাপাশি বিমানবন্দরের দখল নেয় তালিবান। অত্যাধুনিক অস্ত্র-সহ তালিবান🅘 জঙ্গিরা হামিদ কারজাই বিমানবন্দরে হ্যাঙ্গারে প্রবেশ করে। সেখান রাখা সাতটি সিএইচ-৪৬ হেলিকপ্টারের দখল নেয় তালিবান। সেই সময় বাইডেনের বক্তব্য ছিল, পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে চান না তিনি। রিপোর্ট অনুযায়ী, দুই দশকে ৮ লক্ষ মার্কিন নাগরিক আফগানিস্তানে থেকেছেন। মোট ২০ লক্ষ ৭৪৪ জন মানুষ এই সময়কালে আহত হয়েছেন। ২ হাজার ৪৬১ জন সেনা সদস্য মারা গিয়েছেন। তাছাড়া ১০ হাজারের বেশি সেনা গত ২০ বছরে জখম হয়েছেন।
এগিকে ২০২১ সালের অগস্টে ১৭ দিন ধরে এয়ারলিফ্ট অভিযান চালায় মার্কিন সেনা বাহিনী🧸। এরপর ৩০ অগস্ট আফগান মাটিতে থাকা শেষ সেনা সরায় বাইডেন প্রশাসন। তার আগে আড়াই সপ্তাহে মার্কিন সামরিক বিমান প্রায় ১ লক্ষ ২৩ হাজার জনকে কাবুল থেকে উড়িয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। উদ্ধারকৃত ব্যক্তিদের অধিকাংশ আফগান বলে দাবি করা হয়। সেই🌜 সময়কালে কাবুল বিমানবন্দরে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান ১৩ মার্কিন সেনা।