⭕ তখন সবে স্টেশন ছেড়ে যেতে শুরু করেছে রাজধানী এক্সপ্রেস। স্টেশনে দাঁড়ানো এক ব্যক্তিকে দেখা গেল চলন্ত ট্রেনে নিজের পোষ্যকে টেনে নিয়ে উঠতে উদ্যোগ নিচ্ছেন। নিরীহ পোষ্য কুকুর তখনও জানেনা তার সঙ্গে কী ঘটতে চলেছে। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেও শেষ মুহূর্তে সে পারেনি। ততক্ষণে কুকুরের গলায় বাঁধা কলার ধরে তাঁর মালিক টেনে হিঁচড়ে তোলার চেষ্টা ছাড়েননি! এরই মধ্যে কলার খুলে ট্রেন আর স্টেশনের মাঝখান দিয়ে রেল ট্র্যাকে পড়ে যায় ওই নিরীহ কুকুর। এরপর যা ঘটল, তা অবাক করবে অনেককেই!
ꩲ সদ্য ভাইরাল হয়েছে এক গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি চলন্ত রাজধানী এক্সপ্রেসে তাঁর কুকুরকে টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ওই চলন্ত ট্রেনে উঠতে পারেনি পোষ্যটি। তাঁর অভিভবাক তাঁকে ২ বার চেষ্টা করান ট্রেনে তুলতে। তবে তা হয়নি। ট্রেনে উঠতে না পেরে কোনও মতে স্টেশনের মেঝে আঁকড়ে ধরতে চেয়েছিল কুকুরটি। ততক্ষণে আপ্রাণ চেষ্টা করেও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে সেটাও করতে পারেনি সে। শেষমেশ নিরীহ কুকুরটি পড়ে যায় রেল ট্র্যাকে। ঠিক কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হয়নি। বহু সোশ্যাল মিডিয়া পোস্ট বলছে, ঘটনা সেন্ট্রাল রেলওয়ের। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই অনেকেই ক্ষোভে ফেটে পড়েন। ওই পোষ্যের মালিককে তুলোধনা করতে ছাড়েননি অনেকেই। তথ্য বলছে, রাজধানীর বোগি নম্বর ১৯৩৭৫১ এর সামনে এই ঘটনা ঘটে গিয়েছে। কুকুর রেলের ট্র্যাকে পড়ে যেতেই স্টেশনে চাঞ্চল্য দেখা দেয়। ভিডিয়োয় দেখা যায় পোষ্যের মালিকও ততক্ষণে হতবাক।
( 🙈Rahu and Shani Mahasanyog: রাহুকে সঙ্গে নিয়ে মহাসংযোগে শনিদেব! ধুন্ধুমার উন্নতির যোগ বহু রাশির ভাগ্যে, রইল জ্যোতিষমত)
( ಌBasanti Puja 2025 Tithi:বাসন্তীপুজো ২০২৫র ষষ্ঠী কখন থেকে পড়ছে? অষ্টমী, সন্ধিপুজো কবে? পঞ্জিকামতে তিথি, নির্ঘণ্ট রইল)