India vs England- ‘আমি জানতাম আমায় আগে ব্যাট করতে পাঠাবে’! কোন অস্ত্রে ইংল্যান্ড বধ? জানালেন অক্ষর
Updated: 07 Feb 2025, 08:00 AM ISTম্যাচ শেষে অক্ষর প্যাটেল বলেন, ‘আমি আগে থেকেই জানতাম যে রাইট-লেফট কম্বিনেশনের জন্য আমায় আগে নামতে হবে। আর বোলিংয়ের সময় আমরা পাওয়ারপ্লের মধ্যেই স্পিন বোলিং দিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু বল শুরুর দিকে ভালো ব্যাটে আসছিল। তাই আমাদের ঠিক জায়গায় বোলিং করা ছাড়া আর কোনও উপায় ছিল না ’।
পরবর্তী ফটো গ্যালারি