Economic Changes from 1st April: বদল ব্যাঙ্কের মিনিমাম ব্যালেন্স, UPI, আয়করে; এপ্রিল থেকে পকেটে প্রভাব ফেলবে যে সব নিয়ম Updated: 31 Mar 2025, 11:42 PM IST Abhijit Chowdhury ১ এপ্রিল থেকে শুরু নয়া অর্থবর্ষ। এই আবহে একাধিক ক্ষেত্রে এমন সব পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি প্রভাব ফেলবে আম জনতার পকেটে। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে জিএসটি থেকে শুরু করে আয়কর, ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্স, ইউপিআই থেকে ক্রেডিট কার্ড। জানুন বিশদে...