ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে শার্দুল বললেন, ‘সত্যি কথা বলতে কি, আমার তেমন কোনও প্ল্যান ছিল না। আইপিএলে দল না পেলে কাউন্টি ক্রিকেট খেলতে জেতাম। জাহির খান আমায় ফোন করেছইল যখন আমি রঞ্জি খেলছিলাম, বলেছিল পরিবর্ত ক্রিকেটার হিসেবে আমায় নেওয়া হতে পারে ’।