আর্জেন্তিনার কাছে হার! চাকরি গেল ব্রাজিল দলের কোচ দোরিভাল জুনিয়ܫরের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) শুক্রবার ঘোষণা করেছে যে, আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে ৪-১ ব্যবধানে বিধ্বংসী পরাজয়ের পর ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে দোরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে।
পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দল বর্তমানে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এই মুহূর্তে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিযও়ন আর্জেন্তিনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে এবং ইকুয়েডর ও উরুগুয়েরও নীচে অবস্থান করছে। ব্রাজিলকে হাܫরিয়ে আর্জেন্তিনা ইতিমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দল স🌺রাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তার মধ্যে জায়গা পাকা করে নিয়েছে আর্জেন্তিনা। এর মাঝে বিতর্কের ঝড় উঠেছে ব্রাজিল ফুটবলে। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) জানিয়েছে, ‘দোরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে নেই। তার প্রতি 🍸কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’
আরও পড়ুন … IPL 2025 CSK vs RCB: জাদেজাℱ-কোহলির আড্ডায় পাথিরানার বাউন্সার! ভাইরাল বিরাট-জাড্ডুর ভিডিয়ো
৬২ বছর বয়সি দোরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে ব্🌺রাজিলের কোচ হিসেবে নিয়োগ পান, অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়েছিলে তিনি। তবে তার মেয়াদকাল ছিল হতাশাজনক, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের জন্য বাছাইপর্বে দলের খারাপ পারফরম্যান্সের কারণে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। ব্রাজিলের পরবর্তী বাছাইপর্বের ম্যাচগুলো হচ্ছে ৪ জুন ইকুয়েডরের বিরুদ্ধে (বাইরের মাঠে) এবং ৯ জুন প্যারাগুয়ের বিরুদ্ধে (নিಞজেদের ঘরের মাঠে)।
আরও পড়ুন … ভিডিয়ো: T20 WC 2022 থেকেই তৈরি হয় ব্লু প্রিন্ট! সা😼দা বলে ভারতের সাফল্যের রহস্য ফাঁস করলেন রোহিত শর্মা
আর্জেন্তিনার বিরুদ্ধে পরাজয়ের পরে ব্রাজিল দলের প্রাক্তন কোচ দোরিভ♔াল জুনিয়র বলেছিলেন, ‘আজ (আর্জেন্তিনার বিপক্ষে) যা ঘটেছে, কেউই তা আশা করেনি, এবং এর সম্পূর্ণ দায়িত্ব আমার।’ দোরিভাল ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে ফ্লামেঙ্গো ও সাও পাওলোর হয়ে সফল সময় কাটিয়েছিলেন এবং শিরোপা জিতেছিলেন।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দোরিভালের পরিবর্তে সম্ভাব্য কোচ হিসেবে কার্লো আনচেলোত্তির নাম শোনা যাচ্ছে। পাশাপাশি, সৌদি আরবের আল হিলাল ক্লাবের বর্তমান পর্তুগিজ কোচ জর🧸্জ জেসুসও প্রার্থীদের তালিকায় রয়েছেন। আরেক পর্তুগিজ কোচ আবেল ফেরেইরাও বিবেচনাধীন তালিকাতে রয়েছেন। ꧂আবেল ফেরেইরা ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে একাধিক শিরোপা জিতেছেন।
আরও পড়ুন … IPL 2025: ধোনির CSK-র বিরুদ্ধে নত💎ুন ইতিহাস গড়লেন কোহꦡলি! ভেঙে দিলেন ধাওয়ানের বিরাট রেকর্ড
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।