২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ভারত বনাম বাংলাদেশের ম্যাচ গোলশূন্য শেষ হয়। এএফসি এশিয়ান কাপ গ্রুপ ‘সি’ বাছাইপর্বের ম্যাচের অন্য ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমেছিল হংকং। সেই ম্যাচও ড্র হয়েছে। ফলে প্রত্যেক দলের পকেটে ১ পয়েন্ট করে রয়েছে।
হতাশ সুনীল ছেত্রীর এই ছবিই বলে দিচ্ছে ভারত কেমন খেলেছে! (ছবি- এক্স)
ভারত এবং বাংলাদে🀅শ ম্যাচের পরে রেগে লাল ভারতীয় দলের কোচ। বললেন আমি খুব হতাশ হয়েছি।
25 Mar 2025, 09:01 PM IST
বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত
জিততে পারল না ভারত। ভারত ফেবারিট হয়ে নামলেও প্রথম মিনিটেই সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সেটাকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপরেও বেশকিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশে। এরপর টপু বর্মনের চোট, আঘাত পায় বাংলাদেশ। এরপরে🃏 বামদিক থ🎶েকে আক্রমণ করতে থাকেন লিস্টন। কিন্তু সেভাবে সফল হয়নি ভারত। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধেও লিস্টন আক্রমণ চালায়, বিশাল বেশকিছু মিস করেন। তবে এর মাঝে শুভাশিস বোসের লংরেঞ্জ শট গোলের ঠিকানা খুঁজতে পারেনি। তবে এদিনের ম্যাচের সবথেকে বড় সুযোগ হাতছাড়া করেন সুনীল ছেত্রী। শেষ পর্যন্ত ব্রিসন ফার্নান্ডেজ ভারতীয় জার্সিতে অভিষেক করেন। তবে ম্যাচের ফল ০-০ ভাবে শেষ হয়।
25 Mar 2025, 08:50 PM IST
৯০ মিনিট শেষ, ৫ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিটের খেলা শেষে কℱোনও দল গোল করতে পারেনি। তবে দুই দলই সুযোগ তৈরি করেছিল। এখন দ✃েখার শেষ পাঁচ মিিটে কী হয়?
25 Mar 2025, 08:44 PM IST
এটা কি মিস করলেন সুনীল ছেত্রী!
ম্যাচের প্রথম থেকে ৮৪ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন সুনীল ছেত্রী। তবে মাঠ থেকে উঠে যাওয়ার ঠিক আগে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিনি। গোলের সাম♏নে একা দাঁড়িয়েছিলেন তিনি। বল ♌তাঁর কাছে আসলে সেটিকেঠিকানায় রাখতে ব্যর্থ হন সুনীল। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরে তিনি হতাশ হয়ে যান।
ম্যাচের ৬৮ মিনিটে বরিস ডান দিক থেকে একটি ক্রস দেওয়ার চেষ্টা করেন, যা প্রতিপক্ষ ক্লিয়ার করলেও বল বক্সের বাইরে থাকা শুভাশিসের কাছে চলে 🐈যায়। তিনি বলটি বুকে নিয়ন্ত্রণ করে ডান দিকে কেটে শট নেন, তবে তা বারের ওপর দিয়ে চল🌳ে যায়।
25 Mar 2025, 08:21 PM IST
ফের বিশালের ভুল, বাংলাদেশের গোল নষ্ট
ম্যাচের ৬১ মিনিটে বিশাল কাইথ আবারও বল দেন ♌বাংলাদেশ ফুটবলারের পায়ে। আর জনি বক্সে ঢুকে মাঝখানে পাস দেন। শুভাশিস গুরুত্বপূর্ণ একটি প্রতিরোধ করেไ বল বিপদমুক্ত করেন।
25 Mar 2025, 08:18 PM IST
হামজা চৌধুরী গুরুত্বপূর্ণ ব্লক
ডান দিক থেকে ভারতের কর্নার আসে, ছেত্রী বলের ওপর মাথা ছুঁইয়ে গোলের দিকে পাঠান। হামজা চৌধুরী গুরুত্বপূর্ﷺণ ব্লক করেন এবং আরেকটি কর্নার ✃দিয়ে দেন। গোলের মুখ খুলতে ব্যর্থ ভারত।
25 Mar 2025, 08:12 PM IST
দেখুন তো চিন্তে পারেন কিনা!
ম্যাচ দেখতে মাঠে উপস্থিত সুব্রত পাল। প্রত্য়েকেই সুনীল ছেত্রীর পা থেকে গোল দেখতে চাইবেন। তবে সুব্রত পাল আজ বিশাল কাই𝓀থের পারফরমেন্স দেখে হতাশ হতেই পারেন।
25 Mar 2025, 08:08 PM IST
হামজা বনাম লিস্টন
ম্যাচের শুরু থেকেই লিস্টন বাম দিক থেকে আক্রমণ চালানোর চেষ্টা করছে। একটা সময়ে লিস্টন বাংলাদেশের অধিনায়ককে বিড করে এগিয়ে গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত হ💎ামজা বডি ট্যাকেল করে লিস্টনকে আটকে দেন।
25 Mar 2025, 08:04 PM IST
শুরু হল দ্বিতীয়ার্ধ
প্রথমার্ধ গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধে খেলার ফল অন্য হত𒈔েই পারে। এই আশা নিয়ে শুরু শেষ ৪৫ মিনিটের খেলা।
25 Mar 2025, 07:59 PM IST
গোল মিস, ফুটবলারের চোট- প্রথমার্ধে হতাশ বাংলাদেশ
প্রথমার্ধের ফল💯 দেখে হতাশ হꦕবে বাংলাদেশ। তারা বিরতির আগে বেশকিছু সুযোগ তৈরি করলেও একটিও গোল করতে পারেনি। বিশাল কাইথের ভুলে যাওয়ার মতো একটি অর্ধ কাটিয়েছেন, কারণ তিনি প্রতিপক্ষকে দুটি পরিষ্কার গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এর মাঝেই টপু বর্মনের চোট বাংলাদেশ দলের চাপ বাড়িয়েছে।
25 Mar 2025, 07:52 PM IST
প্রথমার্ধ গোলশূন্য শেষ হল
প্রথমার্ধ💛ের খেলা শেষ। ৪৫ মিনিটের পরে ম্যাচের ফল গোলশূন্য। তবে প্রথম মিনিটেই পিছিয়ে যেতে পারত ভারত। এরপরে অনেকবার আক্রমণ চালিয়েছিল বাংলাদেশে। এই সময়ে বিশালকে একাধিক ভুল করতে দেখা গিয়েছিল। যাই হোক এরপরে ছন্দে ফেরে ভারত। লিস্টন, উদান্তারা আক্রমণের ঝড়় তোলেন, যা বাংলাদেশের রক্ষণের কাছে আটকে যায়। শেষ পর্যন্ত ৪৫ মিনিট পরে খেলার ফল ০-০।
25 Mar 2025, 07:47 PM IST
হামজার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুললেন রবিন সিং
হামজা চৌধুরী কি বাংলাদಞেশের বাকি ফুটবলারের সঙ্গে মানিয়ে নিতে পাচ্ছেন না। সেই রকম ছন্দ দেখা যাচ্ছে না। রবিন সিং বললেন, দেখে বোঝা যাচ্ছে বেশি দিন এক সঙ্গে অনুশীলন করেনি ওরা।
25 Mar 2025, 07:45 PM IST
লিস্টন- বিশালের দারুণ প্রচেষ্টা
ম্যাচের ৪০ মিনিটে আক্রমণ-প্রতিআক্রমণের খেলা দেখা গেল। কর্নার থেক𓆏ে গোলের সুযোগ তৈরি করলেন লিস্টন। এরপরে প্রতি-আক্রমণ চালায় বাংলাদেশ। তবে বিশাল ক🌠াইথের বুদ্ধির জন্য রক্ষা পায় ভারত।
25 Mar 2025, 07:40 PM IST
লিস্টন কোলাসো আক্রমণ চালাচ্ছেন
মাঠের ব꧑াম দিক থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছেন লিস্টন কোলাসো। ম্যাচের ২৫ মিনিটের পর থেকে ব🔯ারবার অ্যাটাক করছেন লিস্টন। তবে সফল হতে পারছেন না।
25 Mar 2025, 07:35 PM IST
৩১ মিনিটে বড় সুযোগ হাতছাড়া
শুভাশিস বলটি বাম প্রান্ত দিয়ে লিস্টনের দিকে বাড়িয়ে দেন, এবং তিনি বলটি মাঝখানে পাঠান। উদান্তার চমৎকার হেড বাংলাদেশের গোলরক্ষক রক্ষা করেন। ফারুকের রিবাউন্ড শট মারেন। শটটি দুর্বꦗল ছিল, ফলে মারমা সহজেই তা ধরে ফেলেন।
25 Mar 2025, 07:28 PM IST
২৭ মিনিট: ভারত-০ বাংলাদেশ-০
এখনও গোলের দেখা পাওয়া যায়নি। ভারতীয় দলের রক্ষণ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। ♒বিশাল-সন্দেশদের ভুলে বাংলাদেশ বেশকিছুসুযোগ পেয়েছিল। কিন্তু তারা সেই সুযোগ কাজে ল🦩াগাতে পারেনি।
25 Mar 2025, 07:24 PM IST
টপু বর্মনের চোট, ফুটবলার বদল
খেলা থেমে গেছে, কারণ টপু বর্মন মাটিতে পড়ে গিꦜয়েছিলেন। তার চোট লেগেছে। মাঠেই তাকে চিকিৎসা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ফুটবলার বদল করা হয়। বর্মের জায়গায় রহত মাঠে এলেন।
25 Mar 2025, 07:14 PM IST
১১ মিনিট: ভারত-০ বাংলাদেশ-০
ফের বড় ভুল করলেন বিশাল কাইথ। ফের গোলের ♓সুযোগ পেয়েছিল বাংলাদেশ. তবে শুভাশিস বﷺোস গোল লাইন সেভ করেন।
25 Mar 2025, 07:08 PM IST
প্রথম মিনিটেই বিশাল কাইথের বড় ভুল!
বাংলাদেশ আক্রমণে উঠে আসে এবং বল কাইথের ༺কাছে চলে যায়। তিনি ভুল করে বল বাংলাদেশের জনির পায়ে তুলে দেন। জনি সুযোগ বুঝে শট নে༺ন, তবে তা সাইড নেটিংয়ে লেগে বল বাইরে চলে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলল ভারত!
25 Mar 2025, 07:03 PM IST
প্রথম মিনিটেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ
ম্যাচের প্রথম মিনিট𝓰েই বিশাল কাইথের ভুলে 🦂গোল করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।
25 Mar 2025, 06:59 PM IST
বাংলাদেশ বিরুদ্ধে সুনীল ছেত্রীর দুর্দান্ত রেকর্ড
বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স রয়ে๊ছে সুনীল ছেত্রীর, যেখানে তিনি বিভিন্ন ম্যাচে মোট ৬টি গোল করেছেন।
তিনি গোল করেছেন:
২০১৩ সালে কাঠমান্ডুতে
২০১৪ সালে গোয়ায় (দুইবার)
২০২১ সালে দোহায় (দুইবার)
২০২১ সালে মালেতে
তিনি এই তালিকায় আরও গোল যোগ করার লক্ষ্য নিয়ে নꦦামছেন।
25 Mar 2025, 06:48 PM IST
দেখুন ভারত বনাম বাংলাদেশের Head-to-head record
India vs Bangladesh LIVE Score & Updates: আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। এর ম♛ধ্যে ভারত ১৪টি ম্যাচ জিতেছে, অন্যদিকে বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ ড্র হয়েছে।
25 Mar 2025, 06:45 PM IST
India vs Bangladesh LIVE Score: হামাজকে রেখে প্রথম একাদশ ঘোষণা করল বাংলাদেশ
India vs Bangladesh LIVE Score & Updates: বাংলাদেশ দল শুরুর একাদশ ঘোষণা করেছে। ভারতে꧒র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এএফসি এশিয়ান কাপ ম্যাচের জন্য প্রথম একাদশ দলে রয়েছেন হামজা চৌধুরী।
25 Mar 2025, 06:38 PM IST
India vs Bangladesh LIVE Score: সুনীলকে রেখে প্রথম একাদশ ঘোষণা করল ভারত
India vs Bangladesh LIVE Score & Updat🎶es: ভারতীয় ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে।
25 Mar 2025, 06:35 PM IST
বাংলাদেশ বনাম ভারত ফুটবল লাইভ ম্যাচে আপনাদের স্বাগত
ভারত এবং বাংলাদেশ মঙ্গলবার শিলংয়ে ২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্꧂যাচে মুখোমুখি হতে প্রস্তুত। ভারতের মাটিতে এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনও ম্যাচ হারেনি ভারতীয় ফুটবল দল। তারা এই অজেয় রেকর্ড ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন সুনীল ছেত্রীরা। লাইভ স্কোর ও সর্বশেষ আপডেট পেতে আমাদের ব্লগটি অনুসরণ করুন।