টানা পাঁচটি ম্যাচে হারল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার ঘরের মাঠে জামশেদপুর এফসဣি-র কাছে ০-২ গোলে পরাজিত হল সাদা কালো ব্রিগেড। এই নিয়ে আইএসএল-এ ১৪টা ম্যাচে হারল মহমেডান। তবে এই ব্যর্থতার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাওয়ার চেষ্টা করছেন দলের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু।
এ দিনের ম্যাচের মাত্র ছ’মিনিটের মাথায় গোল করে জামশেদপুর এ✤ফসি এগিয়ে যায়। ফরোয়ার্ড ঋত্বিক দাসের চতুর গোলের পর ৮২ মিনিটে ব্যবধান বাড়ান নিখিল বারলা। এই꧒ হারের ফলে আইএসএলে নিজেদের মাঠে এখনও কোনও ম্যাচ জিততে পারল না মহমেডান।
ম্যাচ হেরে কী বললেন মেহরাজউদ্দিন ওয়াডু?
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেহরাজউদ্দিন ওয়াডু বলেন, ‘আমাদের পারফরম্যান্সে যেমন নেতিবাচক দিক আছে, তেমনই কিছু ইতিবাচক দিকও রয়েছে। আমাদের দল কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা সকলেরই জানা। জামশেদপুরের মতো শক্তিশালী দলের বিরꦯুদ্ধে আমাদের চাপে পড়তে হবে, সেটাই স্বাভাবিক। তবে ছেলেরা লড়াই করেছে, ম্যাচ জেতার চেষ্টা করেছে। কিন্তু প্রথমার্ধের শুরুতেই গোল খেয়ে যাওয়া𒀰য় কাজটা কঠিন হয়ে যায়। যদিও দ্বিতীয়ার্ধে আমাদের আক্রমণ বেশ ভালো ছিল। তবে জামশেদপুরও দুর্দান্ত দল, তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। আমাদের ভুলের সুযোগ নিয়েই ওরা গোল করেছে, যা পুরো মরশুম ধরেই ঘটছে।’
মহমেডানের ফুটবলারদের মানসিক দৃঢ়তার প্রশংসা করে মেহরাজউদ্দিন ওয়াডু আরও বলেন, ‘আমরা ম্যাচে নামার আগে ঠিক করেছিলাম, প্রথম থেকেই গোল খাব না। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসি। তা সত্ত্বেও ছেলেরা দারুণ মানসিক শক্তির পরিচয় দিয়েছে। সুযোগ তৈরি করেছে এবং সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে দ্বিতীয় গোলের পর ম্যাচে ফেরা কঠিন✤ হয়ে গিয়েছিল।’
আরও পড়ুন… ভিডিয়ো: আসবি নাকি! হঠাৎ মাঠে শিখর ধাওয়া꧙নকে দেখে কেন বললেন রোহিত শর্মা!
শেষ তিন ম্যাচে মহমেডানের সামনে মর্যাদা রক্ষার লড়াই হবে। আসলে লিগে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে মহমেডানের। কঠিন ম্যাচগুলোতে ভালো খেলার বিষয়ে আশাবাদী ওয়াডু। মেহরাজউদ্দিন ꦬওয়াডু বলেন, ‘মরশুমের শুরুতে যে পরিকল্পনা করেছিলাম💮, তা বাস্তবায়িত হয়নি। এখন আমাদের শেষ তিনটি ম্যাচে ক্লাবের গর্ব, ঐতিহ্য এবং সমর্থকদের কথা মাথায় রেখে খেলতে হবে। শেষ তিন ম্যাচের মধ্যে দুটি অ্যাওয়ে ম্যাচ, যা সহজ হবে না। তবে এই ম্যাচের হতাশা ভুলে আগামী ম্যাচগুলোর জন্য মনোনিবেশ করতে হবে এবং ভালো পারফরম্যান্স করতে হবে।’
আরও পড়ুন… কঠিন চ্যালেঞ্জের সামনে IFA! বাংলার সর্বোচ্চ ফুটবল সংস্থার বিরুদ্ধে উঠল শর্ত লঙ্ঘনের অ𝔍ভিযোগ
রবি হাঁসদাকে কোচের সমর্থন
গত ম্যাচে আইএসএলে অভিষেক হয়েছিল তরুণ ফরোয়ার্ড রবি হাঁসদার। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওই ম্যাচে বদলি হি✨সেবে নেমে একটি গোলে অ্যাসিস্ট করেছিলেন এবং একটি নিশ্চিত গোলের সুযোগ হারিয়েছিলেন। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই এদিন প্রথম একাদশে সুযোগ পান। তবে তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।
তবে রবির পাশে থাকার আশ্বাস দিয়েছেন কোচ ওয়াডু। তিনি বলেন, ‘রবি আগের ম্যাচে ভালো খেলেছিল, তাই তাঁকে শুরু থেকে নামিয়েছিলাম। তবে এটাও বুঝ𒀰তে হবে যে সে তরুণ খেলোয়াড়। তাকে খুব যত্ন নিয়ে গড়ে তুলতে হবে। ওর মধ্যে প্রতিভা এবং সম্ভাবনা প্রচুর রয়েছে।💟 ধাপে ধাপে ওকে তৈরি করতে হবে। আজ সে খারাপ খেলেনি, কিন্তু আইএসএল স্তরের খেলোয়াড়দের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা থাকে। সে একজন ভালো গোলস্কোরার, যত বেশি ম্যাচ খেলবে ও অনুশীলন করবে, ততই নিজেকে উন্নত করতে পারবে।’
ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে ওয়াডু বলেন, ‘এই মরশুমে অনেক প্রতিভাবান ভারতীয় ফুটবলার আইএসএলে খেলছে। আইএসএলের মূ꧒ল লক্ষ্যই হল প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়দের সুয⛄োগ করে দেওয়া। আমি মনে করি, সেই লক্ষ্য পূরণ হচ্ছে।’
ম্যাচ জিতে কী বললেন জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল-
অন্যদিকে, প্লে-অফের দোরগোড়ায় রয়েছে জামশেদপুর। জয়ী দল জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল দলের পারফরম্যান্সে খুশি। তিনি বলেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মহমেডান ভালো দল, তাদের অনেক সমস্যা থাকলেও তারা দারুণ লড়াই করেছে। ওদের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এক বা দুই গোলে জয় যথেষ্ট। তবে গোলসংখ্যা নয়, আমাদের কাছে তিন পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ পরের ম্যাচে কেরল ব্লা🍒স্টার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করাই এখন জামশেদপুরের মূল লক্ষ্য। খালিদ জামিল বলেন, ‘কেরলের বিরুদ্ধে পরের ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই ম্যাচ জিতে প্লে-অফে জায়গা নিশ্চিত করত🔜ে চাই। একবার প্লে-অফ নিশ্চিত হলে, তখন আমরা প্রথম দুইয়ে থাকার বিষয়ে চিন্তা করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।