আইলিগ থেকে অবনমন হয়ে গেল রঞ্জিত বাজাজের ক্লাব দিল্ল𝓰ি এফসির। আইলিগে ২০ ম্যাচের পর আপাতত তাঁদের পয়েন্ট এখন ১৩। ফলে আগামী ২ ম্যাচ জিতলেও তাঁদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ১৯। কিন্তু সেই পয়েন্ট নিয়েও কোনওভাবেই তাঁরা আইলিগে টিকে থাকতে পারবেন 🌃না। তাই ২ ম্যাচ বাকি থাকতেই অবনমন হয়ে গেল বাজাজের দলের।
দিল্লি এফসি আইলিগের ২০তম রাউন্ডেরম ম্যাচে খেলতে নেমেছিল রিয়াল কাশ্মিরের বিরুদ্ধে। সেখানে ২-১ গোলে কাশ্মীরের দলღ জিততেই দিল্লি এফসির আইলিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে যায়। নিয়ম মতো আইলিগ থেকে দুটি দলের রেলিগেশন হয়। তাঁরꦰা দ্বিতীয় ডিভিশনে নেমে যায়। আর এই ফলাফলের পরই মোহনবাগান সমর্থকরা সোশাল মিডিয়ায় একহাত নিয়েছেন রঞ্জিত বাজাজকে। তাঁদের দাবি কলকাতার দুই প্রধানের রেষারেষির ফায়দা তুলতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেটা করতে গিয়েই তাঁর আদতে ক্ষতি হল।
রিয়াল কাশ্মীর দল এই জয়ের ফলে আইলিগ জয়ের দৌড়ে রইল। চার্চিল ব্রাদার্স এক নম্বরে রয়েছে(১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট), দ্বিতীয় স্থানে আছে ইন্টার কাশি(১৯ ম্যাচে ৩৫)✨ দল। আর তৃতীয় স্থানেই উঠে এল কাশ্মীের দলটি(২০ ম্যাচে ৩৫)। ম্যাচের ৪ মিন🍌িটে দিল্লির বিরুদ্ধে প্রথম গোলটি করেন মহম্মদ ইনাম। দ্বিতীয় গোলটি আসে ক্রিজোর সৌজন্যে।
যদিও কলকাতা ফুটবলে আপাতত আইলিগ নিয়ে চর্চার কারণ একমাত্র রঞ্জিত বাজাজই। কারণ মরশুমের শুরু থেকেই তিনি ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে নিজেকে ঝামেলায় জড়িয়ে ফেলেছিলেন। এরপর আদালতে গড়🐻ায় আনোয়ার আলিকে নিয়ে করা মামলা। শেষ পর্যন্ত আনোয়ার, ইস্টবেঙ্গল,মোহনবাগানে মনযোগ দিত🧸ে গিয়ে তাঁর নিজের দলের ওপরই নজর দিতে পারেননি।
ফলে ২ ম্যাচ বাকি থাকতেই দিল্লি এফসি ছিটকে গেল আইলিগ থেকে। যা দেখে মোহনবাগান সমর্থকরা কটুক্তি করছেন সোশাল মিডিয়ায়🐼। তাঁদের দাবি রঞ্জিত বাজাজ আনোয়ারকে ইস্টবেঙ্গলে দিতে গিয়ে নিজের ক্লাবের দিকে তাকালেন না। আর আনোয়ারও ইস্টবেঙ্গলে গিয়ে দলকে সাফল্য⛦ দিতে পারল না, কারণ চোটে চোটেই মরশুম প্রায় শেষ হয়ে গেল তাঁর। আর যে দলের বিপদে পড়ার কথা ছিল, সেই মোহনবাগান সুপার জায়ান্ট ২ ম্যাচ বাকি থাকতেই আইএসেল শিল্ড জিতে ফেলেছে। সঙ্গে ৫০ পয়েন্টের রেকর্ডসহ আরও একাধিক কীর্তিও নিজেদের নামের পাশে লিখিয়ে ফেলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।