১২ বছর পর ফের ভারতে টেস𓆉্ট সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বছর শেষে হয়েছে দঃ আফ্রিকা সিরিজও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একটা ম্যাচ হবে কলকাতা ইডেন গার্ডেন্সে। বছর শেষের আগেই সুখবর কলকাতার ক্রিকেটপ্রেমিদের। ফের আন্তর্জাতিক ম্যাচ পেল কলকাতার ইডেন গার্ডেন্স। অনেক দিন পর টেস্ট ম্যাচের দায়িত্ব পাচ্ছে কলকাতা।
IPL 2025 KKR vs RC𒉰B Live - ইডেনে হার ডিফেন্ডিং চ্যাম্পিনয়দের, ৭ উইকেটে জিতল RCB
অক্টোবরের ২ তারিখ থেকে মোহালিতে শুরু প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্টের ভেনু কলকাতা। সেই ম্যাচ শুরু⛦ হবে ১০ই অক্টোবর, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা। এর আগে ২০১৩ নাগাদ যখন ভারতে টেস্ট সিরিজ খেলতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটি ছিল সচিন তেন্ডুলকরের অবসর সিরিজ।
২০২২ সালেও ভারত সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ, তবে সেই সফরে তিনটি ওডিআই এবং তিনটি টি২০ ম্যাচে🐬র সিরিজ খেলেছিল দুই দল,অর্থাৎ টেস্ট সিরিজ ভারতের মাটিতে হয়নি। সেই সিরিজ শেষের পরই ভারতে আসবে দঃ আফ্রিকা। দুটি টেস্ট ম্যাচে পাশাপাশি তিনটি ওডিআই এবং পাঁচটি টি২০ ম্যাচের সিরিজ ভারতের মাটিতে খেলবে রাবাদারা।
দঃ আফ্রিকা সিরিজের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লিতে, দ্বিতীয় টেস্টটি হবে গুয়াহাটিতে,জানিয়েছেন বোর্ড সভাপতি রাজীব শুক্লা। এই প্রথম গুয়াহাটির মাঠে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এম𒉰নিতে এই স্টেডিয়ামে অনেক সাদা বলের ম্যাচ দেখতে পাওয়া যায়। আন্তর্জাতিক এবং আইপিএলের ম্যাচ হলেও এতদিন সেখানে টেস্ট ম্যাচ আয়োজিত হয়নি। এরপর তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ ৩০ নভেম্বর হবে রাঁচিতে, ৩ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ রায়পুরে। আর তৃতীয় ম্যাচ ডিসেম্বরের ৬ তারিখ বিশাখাপত্তনমে।
টি২০ সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। এরপর বাকি চার ম্যাচ থাকছে ১১, ১৪, ১৭ এবং ১৯ ডিসেম্বর। এদিকে রাজীব শুক্লা জানিয়েছেন, ‘ভারত মহিলা ওডিআ♑ই বিশ্বকাপও আয়োজন করতে চলেছে। এখনও পর্যন্ত উদ্বোধনী ম্যাচের তারিখ না জানা গেলেও প্রথম ম্যাচ হবে ভাইজাগে। অন্য 🍷ভেনুগুলো হল গুয়াহাটি, মুল্লানপুর, ইন্ডোর এবং থিরুবনন্তপুরম ’।