২০২৫ আইপিএলে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে সবচেয়ে বেশি আবেগে ভাসছিলেন সম্ভবত দীপক চাহার। এই ম্যাচে তিনি তাঁর পুরনো🐈 ফ্র্যাঞ্চাইজির সদস্যদের সঙ্গে ফের পুনর্মিলিত হয়েছিলেন। হোক না ২২ গজে একে অপরের প্রতিদ্বন্ধি। কিন্তু কুড়ি-বিশের লড়াইটুকু ছাড়া বাকি তো সকলে খুব মনের কাছেই রয়েཧছেন দীপকের। সাতটি মরশুম সিএসকে-তে কাটিয়েছেন তিনি। গত অক্টোবরে সিএসকে তাঁকে ছেড়ে দেয়।
২০২৫ আইপিএলের মেগা নিলামে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কিনে নেয়। আর সিএসকে থেকে ছাড়া পাওয়ার পর, প্রথম💝 বারের মতো চিপকে ম্যাচ খেলতে নেমে ফুরফুরে মেজাজে ছিলেন চাহার। পুরনো সতীর্থদের পেয়ে দীপক চাহার তো রীতিমতো উৎফুল্ল হয়ে পড়েছিলেন। আর সেই উচ্ছ্বাসে ভেসে তিনি রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনি- উভয়কেই স্লেজ করার চেষ্টা করেন।
জাদেজা এবং মাহিকে স্লেজ করলেন দীপক
জাদেজাকে প্রথমে স্লেজিং করার চেষ্টা করেছিলেন চাহার। সিএসকে-র ইনিংসের ১৫তম ওভারে জাদেজা যখন ব্য়াট করতে নেমেছিলেন,✱ তখন জাদেজাকে স্লেজিং করতে দেখা গিয়েছে দীপককে। জাদেজা খুব একটা গুরুত্ব দেননি। এর পর এমএস ধোনি যখন ব্যাট করতে আসেন, তখন তাঁর প্রাক্তন চেন্নাই সতীর্থ দীপক চাহার তাঁকে প্রচণ্ড ভাবে স্লেজ করেন🌞।
আরও পড়ুন: 🌃অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠু🦩কলেন ইশান কিষাণ
মাহি ক্রিজে আসতেই চাহা🦩র তাঁর দিকে এগিয়ে যান এবং সেখানে তাঁকে স্লেজিং করতে থাকেন। পাশাপাশি চাহারকে হাততালি দিতেও দেখা যায়। এই পুরো ঘটনার ভিডিওয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। তবে ম্যাচের পর দীপক চাহারের কাছ ♊থেকে এর প্রতিশোধও নেন এমএস ধোনি।
এভাবেই প্রতিশোধ নিলেন ধোনি
ম্যাচ শেষ হওয়ার পর যখন খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, তখন ধোনি বিশেষ করে দীপক চাহারের জন্য অপেক্ষা করছিলেন। আর দীপক চাহার যখন ধোনির সামনে আসে💟ন, তখন মজা করে তাঁকে ব্যাট দিয়ে আঘাত করেন সিএসকে-র প্রাক্তন অধিনায়ক। সকলেই জানেন যে, এমএস ধোনি এবং দীপক চাহারের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ধোনি এবং চাহারকে এর আগেও একে অপরের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে।
চেন্নাই-মুম্বই ম্যাচের হাল
২০২৫ আইপিএলের তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কি🐼ংস ৪ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে সিএসকে-র কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামলেও, তিনি কোনও রান করেননি। যদিও তিনি মাত্র ২ বল খেলেছিলেন এবং কোনও রান করতে পারেননি। চেন্নাই সুপার কিংসকে ৬৫ রানের ধামাকাদার ইনিংস উপহার দেন রাচিন রবীন্দ্র। শেষ ওভারের প্রথম বলে বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন।