সোমবার (২৪ মার্চ) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২৫ আইপিএলে নিজেদের যাত্রা শুরু করবে লখনউ সুপার জায়ান্টস। বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের মধ্যে সংঘর্ষ হবে। কিন্তু চোট সমস্যা যেন লখনউ সুপার জায়ান্টসের এবার পিছুই চাড়ছে না। চোটে♕র কারণে সম্প্রতি লখনউকে তাদের দলে একটি পরিবর্তন করতে হয়েছে। চোটের জেরে এই মরশুমে আর খেলতে পারবেন না মহসিন খান। ত🌄াঁর জায়গায় শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে। এর মধ্যে আবার নতুন করে চোটে পেয়েছেন ময়াঙ্ক যাদবও।
ফিট হয়ে ওঠার সময়েই নতুন করে চোট পেলেন ময়াঙ্ক
পিঠের চোট থেকে সেরে ওঠার সময়েই ফের নতুন করে চোট পেয়েছেন ময়াঙ্ক যাদব। এই অবস্থায় তাঁর দলে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ময়াঙ্ক যাদব আইপিএল ২০২৪-এ তাঁর মারাত্মক জোরে গতিতে বোলিংয়ের জন্য সকলকে বিস্মিত করেছিলেন। তিনি প্রতি ঘন্টায় ♛১৫০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক ভাবে বোলিং করার জন্যই পরিচিত। তবে এই মরশুমে ময়াঙ্কের চোট চিন্তায় ফেলেছে🧜 লখনউকে।
আরও পড়ুন: অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্💦চুরি হাঁকিয়েই MI-𒆙কে ঠুকলেন ইশান কিষাণ
ময়াঙ্ক নতুন করে পায়ে চোট পেয়েছেন। প্রসঙ্গত, তিনি এর আগে পিঠের চোট নিয়ে ভুগছিলেন। সেই চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার সময়ে, পায়ে নতুন করে চোট পেয়েছেন। তবে লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার আশাবাদী যে, ময়াঙ্ককে 🍌২০২৫൲ আইপিএলের শেষের দিকে ম্যাচগুলিতে অন্তত পাওয়া যাবে। প্রসঙ্গত, আগে শোনা যাচ্ছিল, পিঠের চোট সারিয়ে ময়াঙ্ক এপ্রিলের শুরুর দিকেই দলে যোগ দিতে পারেন।
এই প্রসঙ্গে জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘গত বছর ময়াঙ্ককে নিয়ে সবাই খুবই উত্তেজিত ছিল। পিঠের চোট সারিয়ে উঠছিলেন তিনি। বেশ ভালোই ছিলেন। কিন্তু বিছানায় ওর পায়ের আঙুলে কোনও 𝔉ভাবে লেগে গিয়েছে। যে কারণে ওর পায়ের আঙুলে ইনফেকশন ﷽হয়েছে। এখন সেরে উঠতে আরও এক বা দুই সপ্তাহ সময় লেগে যাবে। এমনি ও ঠিক আছে। আমরা নিয়মিত ওর বোলিং ভিডিয়ো দেখি। গতকালও ওর একটি ভিডিয়ো দেখলাম। তাই আশা করছি, টুর্নামেন্টের শেষের দিকে ময়াঙ্ক পুরোপুরি সুস্থ হয়ে আমাদের হয়ে খেলতে প্রস্তুত হবে।’
কী অবস্থা বাকি বোলারদের?
প্রাক-মরশুম থেকেই লখনউয়ের চার জন প্রধান ভারতীয় ফাস্ট বোলার চোটের সঙ্গে লড়াই করছেন। এঁদের মধ্যে এবারের আইপিএল থেকে একেবারে ছিটকে গিয়েছেন মহসিন খান। তাঁর জায়গায় দলে ঢুকেছেন শার্দুল ঠাকুর। এই তালিকায় ময়াঙ্ক ছাড়াও রয়েছেন আবেশ খᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚান এবং আকাশ দীপ। ল্যাঙ্গার অবশ্য আবেশ (হাঁটুর নিগল) এবং আকাশের (পিঠের চোট) চোট সারিয়ে দ্রুত দলে যোগ দেওয়ার বিষয়ে আশাবাদী। তিনি বলেওছেন, ‘আশা করছি, আবেশ খান সোমবার সকালের মধ্যে এনসিএ থেকে খেলার ছাড়পত্র পেয়ে যাবে। যদি এমন ঘটে, তবে ও তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। এবং আকাশ এখন ৯০% সুস্থ। ও ইতিমধ্যে দৌড়চ্ছে, বল করছে। ও শীঘ্রই ফিট হয়ে উঠবে। ও ইয়ো-ইয়ো টেস্টও করেছে। তাই ও ওর সব বক্সে ইতিমধ্যে টিক করে দিয়েছে।’