বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: বাংলার চিন-বাংলাদেশ সীমান্তে সেনার T90 ট্যাঙ্কের গর্জন! তাক লাগালো মহড়ার দৃশ্য
Updated: 05 Mar 2025, 11:08 PM IST
Laxmishree Banerjee
বাংলার 'চিকেনস নেক'-এ ভারতীয় সেনাবাহিনীর দাপুটে মহড়া। শিলিগুড়ি করিডোর এলাকায় ত্রিশক্তি কর্পসের সামরিক মহড়ায় হুঙ্কার দিয়ে উঠল T-90 ট্যাঙ্ক। উল্লেখ্য, T-90 ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে একটি। শত্রুপক্ষ যদি কোনোভাবে চিকেনস নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরে কুনজরে তাকায়, জবাব মিলবেই। সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনী সর্বদা তৎপর। সেই লক্ষ্য নিয়েই মাসব্যাপী লাইভ-ফায়ারিং মহড়া সফলভাবে পরিচালনা করেছে সেনাবাহিনী।