লিফটে একা পেয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনা উত্তর ২৪ পরগনার সোদপুরের দক্ষিণ পানশিলা এলাকার একটি আবাসনের। অভিযুক্তের শাস্তির দাবিতে আবাসনের সামনে বিক্ষ෴োভ দেখান স্থানীয়রা। ঘটনার ত💖দন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ।
আরও পড়ুন - মাইনে হয়নি পুরকর্মীদের𝔍, চুঁচুড়া শহর ঢাকল অন্ধকারে, জ্বলল না পথবাতি
পড়তে থাকুন - যৌনাঙ্গে বাইকের চাবি, চরম নির্যাতন๊,টিউশন য🦩াওয়ার পথে আলিপুরদুয়ারে সর্বনাশ কিশোরীর
নির্যাতিতার দাবি, তাঁরই আবাসনের চার তলার একটি ফ্ল্যাটে থাকেন ওই বৃদ্ধ। লিফটে ওঠা নামার সময় দেখা হলে অশালীনভাবে নাবালিকাকে স্পর্শ করেন তিনি। খারাপ নজরে তাকান নাবালিকার দিকে। এমনকী ওܫই আবাসনে কাজ করতে আসা পরিচারিকাদেরও কু ইঙ্গিত করেন বৃদ্ধ। রবিবা✅র লিফটে বৃদ্ধের সঙ্গে দেখা হয় নাবালিকার। তখন লিফটে আর কেউ ছিল না। অভিযোগ, সেই সুযোগে নাবালিকাকে অশালীনভাবে স্পর্শ করেন বৃদ্ধ। তার কাঁধে পিঠে হাত দেন।
বিষয়টি নাবালিকা আবাসনের অন্য আবাসিকদের জাꦉনালে উত্তেজনা তৈরি হয়। আবাসিকরা ওই বৃদ্ধের ফ্ল্যাটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। কেন তিনি বার বার এই ধরণের কাজ করছেন তা জানতে চান। এমনকী বৃদ্ধকে কয়েক ঘা চড় - চাপড়ও মারেন।
আরও পড়ুন - বউ চলে গিয়েছে, সমস্যা আ♔রও অনেক, মমতার সঙ্গে দেখা করতে নবান্নে হাজির সমিরুল!
যদিও অভিযুক্ত বৃদ্ধের দাবি, শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। তিনি নাবালিকাকে ডেকে গাল টিপে জানতে চেয়েছিলেন সে কোন ক্লাসে পড়ে। বিষয়টি ঘরোয়া ভাবে মিটে গিয়েছে বলেও দাবি করেন তিনি। ওদি🎀কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ। কোনও অভিযোগ জমা না পড়লেও নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি খতিয়ে 🌼দেখছে তারা।